Ajker Patrika

বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১৮: ৩৬
বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চট্টগ্রামের বাঁশখালীতে বন্য হাতির আক্রমণে নুরুল ইসলাম (৪৮) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার পূর্ব চাম্বল ইউনিয়ন পরিষদের (ইউপি) ছোট বিল নামের পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। 

নুরুল ইসলাম চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল ৬ নম্বর ওয়ার্ডের মৃত দুদু মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেন বাঁশখালীর জলদি অভয়ারণ্য রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ। 

আনিসুজ্জামান শেখ আরও বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে নুরুল ইসলাম পাহাড়ের ঢালুতে সবজিখেতে কাজ করছিলেন। এ সময় তাঁকে বন্য হাতি আক্রমণ করে এবং তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে আমরা লাশ উদ্ধার করি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।’ 

এ নিয়ে জানতে চাইলে ইউএনও সাইদুজ্জামান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, বন্য হাতির আক্রমণে নিহত কৃষক নুরুল ইসলামের দাফনের ব্যবস্থার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বলা হয়েছে। এ ছাড়া শিগগিরই যেন তাঁর পরিবার ক্ষতিপূরণ পায় সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।   

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত