Ajker Patrika

চাঁদপুরে নাশকতার মামলায় ছাত্রদলের ২ নেতার কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে নাশকতার মামলায় ছাত্রদলের ২ নেতার কারাদণ্ড

চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী ও ছাত্রদল নেতা জুনায়েদ জুকিকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ শুক্রবার দুপুরে এসব তথ্য জানান আসামিপক্ষের আইনজীবী হারুনুর রশিদ। 

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহিদুল আমিন এ রায় দেন। রায়ের সময় আদালতে ইসমাইল উপস্থিত থাকলেও জুনায়েদ জুকি অনুপস্থিত ছিলেন। 

মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৭ সালে চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মণ্ডল বাদী হয়ে নাশকতার একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি ছিলেন চাঁদপুর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটওয়ারী। ওই মামলায় ইসমাইল হোসেন পাটওয়ারী ও জেলা ছাত্রদল সদস্য জুনায়েদ জুকিকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের জামিনে মুক্তি দেওয়া হয়। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন আক্তার হোসেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন হারুনুর রশিদ, জাহাঙ্গীর খান, কোহিনুর বেগম ও ইয়াছিন আরাফাত। 

চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্ল্যাহ সেলিম বলেন, ‘চাঁদপুরে এটিই প্রথম রাজনৈতিক মামলায় সাজা (কারাদণ্ড) হয়েছে। এটি একটি গায়েবি মামলা। এর কোনো সত্যতা নেই। ন্যায় বিচার হয়নি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত