Ajker Patrika

চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ২০: ৩৭
চবির ভর্তি পরীক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য পঞ্চমবারের মতো ফ্রি বাস সার্ভিসের আয়োজন করেছে কর্ণফুলী স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের সৌজন্যে এই ফ্রি বাস সার্ভিস দেওয়া হয়।

আজ শুক্রবার দুপুরে উপজেলার মইজ্জ্যেরটেক এলাকায় এটির উদ্বোধন করেন প্রধান অতিথি পৃষ্ট পোষক বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম।

কর্ণফুলী উপজেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ জাবেদ হোসেন ইমনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ ইমনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্ণফুলী স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সদস্য কামরুল ইসলাম পাভেল, মোহাম্মদ সাইফুদ্দিন, হুজ্জাতুল ইসলাম, অ্যাডভোকেট আব্দুল হালিম, কামরুল ইসলাম বাবু, হাসান মারুফ ফাহিম ও কাজী মুহাম্মদ এহসান প্রমুখ।

সংগঠনটির সভাপতি মুহাম্মদ জাবেদ হোসেন ইমন বলেন, গত পাঁচ বছর সংগঠনের উদ্যোগে বড়উঠান ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলমের পৃষ্ঠপোষকতায় এই সার্ভিসটি দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ৮৭ জন পরীক্ষার্থী রেজিস্ট্রেশন করেছেন। তাঁদের প্রত্যেকের সিট নিশ্চিত করে বাস সার্ভিস শুরু হয়েছে। দুই শিফটে দুটি বাস যাতায়াত করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সেনাবাহিনীকে আরেকটি প্রক্সি ওয়ারে জড়াতে চায়: ফরহাদ মজহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত