নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে দেড় দশক আগে ঠিকাদার খুনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত ওই আসামি হলেন নজরুল ইসলাম।
আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, একই মামলায় সাহাবুদ্দিন সায়েম নামের আরেক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় আরিফুর রহমানের প্লটে নির্মাণকাজের সময় মঞ্জু মিয়া নামের ঠিকাদারকে শাবলসহ ভারী নির্মাণসামগ্রী দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, ওই প্লটে নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়। খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর নজরুল ইসলামসহ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে বুধবার এ রায় দেওয়া হয়।
চট্টগ্রাম নগরীতে দেড় দশক আগে ঠিকাদার খুনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত ওই আসামি হলেন নজরুল ইসলাম।
আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, একই মামলায় সাহাবুদ্দিন সায়েম নামের আরেক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় আরিফুর রহমানের প্লটে নির্মাণকাজের সময় মঞ্জু মিয়া নামের ঠিকাদারকে শাবলসহ ভারী নির্মাণসামগ্রী দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, ওই প্লটে নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়। খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর নজরুল ইসলামসহ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে বুধবার এ রায় দেওয়া হয়।
সাতক্ষীরায় অপরিপক্ব এক ট্রাক আম বাজারজাতের চেষ্টাকালে জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। আজ শনিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা বাইপাস সড়কে এই অভিযান চালানো হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে ট্রাকে অপরিপক্ব আমের বিষয়টি শনাক্ত করেন। পরে তাঁরা আমবাহী একটি ট্রাক
৩৬ মিনিট আগেরাজধানীর হাতিরঝিলে যুবদল কর্মী মো. আরিফ সিকদার হত্যা মামলায় প্রধান অভিযুক্ত ও শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ‘শুটার’ মাহফুজুর রহমান বিপুকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আজ শনিবার সন্ধ্যায় র্যাব-৩–এর সিনিয়র সহকারী পুলিশ সুপার সনদ বড়ুয়া বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য
৩৮ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. মাসুদ পারভেজের কক্ষে ঢুকে তাঁর ল্যাপটপ ভাঙচুর করেছেন এক জুনিয়র কনসালট্যান্ট। এ সময় তিনি তত্ত্বাবধায়কে মারতেও উদ্যত হন বলে অভিযোগ উঠেছে। আজ শনিবার সকালে হাসপাতালের পুরোনো ভবনের দ্বিতীয় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে এই ঘটনা ঘটে।
৪১ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীর হামলায় সহকারী ছাত্রবিষয়ক পরিচালক হাসান মাহমুদ গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত বাংলা ২০১৮ ব্যাচের ছাত্র নোমানের ছাত্রত্ব সাময়িক স্থগিত ও ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তা ছাড়া স্নাতক পর্যায়ের সনদ স্থগিত ও তাঁর বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের সিদ্ধান্ত
৪১ মিনিট আগে