নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীতে দেড় দশক আগে ঠিকাদার খুনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত ওই আসামি হলেন নজরুল ইসলাম।
আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, একই মামলায় সাহাবুদ্দিন সায়েম নামের আরেক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় আরিফুর রহমানের প্লটে নির্মাণকাজের সময় মঞ্জু মিয়া নামের ঠিকাদারকে শাবলসহ ভারী নির্মাণসামগ্রী দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, ওই প্লটে নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়। খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর নজরুল ইসলামসহ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে বুধবার এ রায় দেওয়া হয়।
চট্টগ্রাম নগরীতে দেড় দশক আগে ঠিকাদার খুনের মামলায় এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাঁকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
গতকাল বুধবার চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আবদুর রহমান আসামির অনুপস্থিতিতে এ রায় দেন। পরে আসামির বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করেন আদালত। যাবজ্জীবনপ্রাপ্ত ওই আসামি হলেন নজরুল ইসলাম।
আদালতের অতিরিক্ত মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, একই মামলায় সাহাবুদ্দিন সায়েম নামের আরেক আসামির বিরুদ্ধে অপরাধ প্রমাণিত না হওয়ায় তাঁকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
মামলার নথি পর্যালোচনায় জানা গেছে, ২০১০ সালের ২৪ এপ্রিল রাতে বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকায় আরিফুর রহমানের প্লটে নির্মাণকাজের সময় মঞ্জু মিয়া নামের ঠিকাদারকে শাবলসহ ভারী নির্মাণসামগ্রী দিয়ে আঘাত করে হত্যা করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী আছিয়া বেগম বায়েজিদ থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়, ওই প্লটে নির্মাণকাজের জন্য শ্রমিক সরবরাহকারী ঠিকাদার হিসেবে নিয়োজিত ছিলেন মঞ্জু মিয়া। একই প্লটে নজরুলকেও কাজ দেওয়া হয়েছিল। এ নিয়ে দুজনের মধ্যে বিরোধ তৈরি হয়। এর জেরে মঞ্জুকে খুন করা হয়। খুনের শিকার মঞ্জু মিয়া নগরীর বায়েজিদ বোস্তামি থানার চন্দ্রনগর এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ তদন্ত শেষে ২০১০ সালের ১৫ সেপ্টেম্বর নজরুল ইসলামসহ দুজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিলের পর বিচার শুরু হয়। মামলায় ১১ জনের সাক্ষ্য শেষে বুধবার এ রায় দেওয়া হয়।
যশোর সদর উপজেলার কচুয়া ও বাঘারপাড়া উপজেলার ছাতিয়ানতলার বুক চিরে উত্তর-দক্ষিণে বয়ে গেছে ভৈরব নদ। নদের পশ্চিমে কচুয়া ইউনিয়ন। পূর্বে বাঘারপাড়ার ছাতিয়ানতলা ইউনিয়ন। ছাতিয়ানতলা বাজারের পাশেই এই নদীর ওপরে জরাজীর্ণ সেতুটি ছিল দুটি ইউনিয়নের অন্তত ৩০ গ্রামের যাতায়াতের ভরসা।
২ ঘণ্টা আগেজুলাই গণঅভ্যুত্থানে আহত সেই সানজিদা আহমেদ তন্বীসহ গবেষণা ও প্রকাশনা বিষয়ক সম্পাদকে লড়বে ১১ জন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের তথ্য যাচাই বাছাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
৩ ঘণ্টা আগেপটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) মো. রুহুল আমিনের বিরুদ্ধে বিচারককে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা আইনজীবী সমিতি তাঁর সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করে সাত দিনের মধ্যে কারণ দর্শাতে নোটিশ দিয়েছে।
৩ ঘণ্টা আগেপাহাড় ও বনের মিশেলে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুর। তবে এ অঞ্চলের বনভূমির চিত্র আর আগের মতো নেই। একসময়ের বিশাল বনভূমি এখন অনেকটাই উজাড় হয়ে গেছে। বনের মূল্যবান গাছের অধিকাংশই শেষ পর্যন্ত ঠাঁই নিয়েছে করাতকলে।
৩ ঘণ্টা আগে