নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
‘নারায়ে তকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালত ইয়া রাসুলুল্লাহ’ এই দরুদ লাখো মানুষের কণ্ঠে। জিইসি মোড় থেকে যখন জুলুসের বিশাল র্যালি যাচ্ছিল তখন এ রকম হামদ, নাত, দরুদে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা। এর মধ্যে দিয়ে জুলুসের বয়স হয় ৫০ বছর।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবীর (স) জশনে জুলুস শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মজিআ)।
আজ রোববার সকালে ষোলোশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়।
আয়োজক কমিটি জানায়, শুরু হওয়ার পর বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, খাস্তগীর স্কুল, ডা. এমএ হাশেম চত্বর (জামালখান), আসকার দীঘির উত্তর পাড়, কাজীর দেউড়িতেও যায় জুলুস।
জুলুসের গাড়িতে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা অংশ নেওয়া মানুষদের জন্য পানি ও খাবারের ব্যবস্থাও করেন। শরবত, চকলেট, খেজুর, জিলাপি, জুস বিতরণ করছেন অনেক স্বেচ্ছাসেবী। জামালখানে কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে পানির বোতল বিতরণ করতে দেখা যায়। এর আগে জুলুসে অংশ নিতে ভোর থেকে নবীপ্রেমী মানুষ জড়ো হতে থাকেন ষোলোশহরের জামেয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায়। জুলুসের রোডম্যাপের মোড়ে মোড়ে অপেক্ষা করেন স্বেচ্ছাসেবক ও হুজুর কেবলার ভক্তরা।
জুলুস শেষে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় মাহফিল। এরপর জোহরের নামাজ শেষে দোয়া ও আখেরি মোনাজাত করা হয়।
‘নারায়ে তকবির আল্লাহু আকবর, নারায়ে রিসালত ইয়া রাসুলুল্লাহ’ এই দরুদ লাখো মানুষের কণ্ঠে। জিইসি মোড় থেকে যখন জুলুসের বিশাল র্যালি যাচ্ছিল তখন এ রকম হামদ, নাত, দরুদে মুখরিত হয় জুলুস ও আশপাশের এলাকা। এর মধ্যে দিয়ে জুলুসের বয়স হয় ৫০ বছর।
আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহের নেতৃত্বে ঈদে মিলাদুন্নবীর (স) জশনে জুলুস শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ (মজিআ)। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাহেবজাদা আল্লামা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ (মজিআ)।
আজ রোববার সকালে ষোলোশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন আলমগীর খানকাহ-এ-কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া থেকে জুলুস শুরু হয়।
আয়োজক কমিটি জানায়, শুরু হওয়ার পর বিবিরহাট, মুরাদপুর, মির্জাপুল, কাতালগঞ্জ, চকবাজার অলিখাঁ মসজিদ, প্যারেড মাঠের পশ্চিম পাশ, চট্টগ্রাম কলেজ, গণি বেকারি, খাস্তগীর স্কুল, ডা. এমএ হাশেম চত্বর (জামালখান), আসকার দীঘির উত্তর পাড়, কাজীর দেউড়িতেও যায় জুলুস।
জুলুসের গাড়িতে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা অংশ নেওয়া মানুষদের জন্য পানি ও খাবারের ব্যবস্থাও করেন। শরবত, চকলেট, খেজুর, জিলাপি, জুস বিতরণ করছেন অনেক স্বেচ্ছাসেবী। জামালখানে কাউন্সিলর শৈবাল দাশ সুমনকে পানির বোতল বিতরণ করতে দেখা যায়। এর আগে জুলুসে অংশ নিতে ভোর থেকে নবীপ্রেমী মানুষ জড়ো হতে থাকেন ষোলোশহরের জামেয়া মাদ্রাসা মাঠ ও আশপাশের এলাকায়। জুলুসের রোডম্যাপের মোড়ে মোড়ে অপেক্ষা করেন স্বেচ্ছাসেবক ও হুজুর কেবলার ভক্তরা।
জুলুস শেষে দুপুর ১২টায় অনুষ্ঠিত হয় মাহফিল। এরপর জোহরের নামাজ শেষে দোয়া ও আখেরি মোনাজাত করা হয়।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৩ মিনিট আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
৩৪ মিনিট আগেবাংলাদেশ কৃষি সাংবাদিক ফোরামের (বিএজেএফ) নতুন কার্যনির্বাহী (২০২৬-২৭) কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক ইত্তেফাকের বার্তা সম্পাদক (অনলাইন) সাহানোয়ার সাইদ শাহীন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডিবিসি নিউজের সিনিয়র নিউজরুম এডিটর আবু খালিদ।
৩৮ মিনিট আগে