Ajker Patrika

দেশে যদি কোনো সংকট থাকে তা শিক্ষায়: আতিউর রহমান 

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ২৫ মে ২০২৪, ১১: ৪৩
দেশে যদি কোনো সংকট থাকে তা শিক্ষায়: আতিউর রহমান 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের নির্বাহী সভাপতি আতিউর রহমান বলেছেন, বাংলাদেশে যদি কোনো সংকট হয়ে থাকে তা হচ্ছে শিক্ষায়। যে শিক্ষা ভালোবাসা ও মনুষ্যত্বের শিক্ষা দেয়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা। 

আতিউর রহমান আরও বলেন, ‘শ্রেণিকক্ষের বাইরে যে একটি বড় শিক্ষাকেন্দ্র রয়েছে, সেই জায়গাটাতে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দিতে পারিনি। সেটা আমাদের ব্যর্থতা। সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। রবীন্দ্রনাথের গান ছাড়াও যে সামাজিক ও মানবিক ভাবনাগুলো ছিল, সেই সব ভাবনারও চর্চা করতে হবে।’ 

গতকাল শুক্রবার রাতে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রবীন্দ্র-নজরুলজয়ন্তী ও ৪২তম জাতীয় রবীন্দ্রসংগীত সম্মেলনে সংগীত প্রতিযোগিতায় জাতীয় ও জেলা পর্যায়ে মানপ্রাপ্ত শিল্পীদের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে আতিউর রহমান এসব কথা বলেন। 

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর বলেন, ‘চাঁদপুর ঐতিহ্যের অংশ। শিল্প-সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। শুদ্ধ সংস্কৃতির চর্চা হয়। শুদ্ধ সংস্কৃতির চর্চা হওয়ার কারণেই তাঁরা (জেলার বিশিষ্ট মানুষ) বিভিন্ন জায়গায় মান পান। একসময় শহরে হাঁটলে কোনো না কোনো ঘর থেকে হারমোনিয়ামের আওয়াজ পাওয়া যেত। চাঁদপুর সেই ঐতিহ্য ধরে রেখেছে।’ 

বাংলাদেশে যদি কোনো সংকট হয়ে থাকে, তা শিক্ষায় রয়েছে বলে উল্লেখ করেছেন আতিউর রহমান। তিনি বলেন, ‘যে শিক্ষা ভালোবাসা ও মনুষ্যত্বের শিক্ষা দেয়, সেটাই হচ্ছে প্রকৃত শিক্ষা।’ 

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান। জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের চাঁদপুর শাখার সভাপতি মাহমুদ হাসান খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদের সহসভাপতি বুলবুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, রবীন্দ্র ভক্তসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত