Ajker Patrika

গত তিন দিনে রাঙামাটিতে ৬৯ জনের করোনা শনাক্ত

প্রতিনিধি, রাঙামাটি
গত তিন দিনে রাঙামাটিতে ৬৯ জনের করোনা শনাক্ত

গত ২০ জুলাই থেকে ২৩ জুলাই পর্যন্ত রাঙামাটি জেলায় ৫৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে শনাক্ত হয়েছেন ২০ জুলাই ১৯ জন, ২১ জুলাই ১০ জন এবং ২৩ জুলাই ৩০ জন। এতে শনাক্তের হার ছিল যথাক্রমে ২৭ দশমিক ১৪ শতাংশ, ৪৭ দশমিক ৬৪ শতাংশ এবং ৪২ দশমিক ৮৬ শতাংশ। 

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৭০টি নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়। এ পর্যন্ত জেলায় মোট ১৪ হাজার ৮৯২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ২৯৪ জনের। মারা গেছে ২০ জন। সর্বশেষ রোগী মারা গেছে ২০ জুলাই। বর্তমানে আইসোলেশনে ভর্তি আছে ১৫ জন। 

জেলায় প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ৩৯ হাজার ৮৪১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৮ হাজার ৮৮১ জন। 

জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল বলেন, জেলায় করোনা শনাক্তের হার বেড়েছে। এখন মানুষজন নমুনা দিচ্ছে না তাই সেভাবে ধরা পড়ছে না। অনেকে ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন। তাই শনাক্তের হার কম দেখাচ্ছে। আমাদের সার্ভে মতে পরীক্ষার হার বাড়লে এ সংখ্যা আরও বাড়বে।  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত