Ajker Patrika

সুবর্ণচরে খালে মিলল নিখোঁজ নারীর চোখ থেঁতলানো লাশ 

সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি
সুবর্ণচরে খালে মিলল নিখোঁজ নারীর চোখ থেঁতলানো লাশ 

নোয়াখালীর সুবর্ণচরে একটি খাল থেকে হালিমা বেগম (৪৮) নামের এক নারীর হাত–পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার চরজব্বার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপানা উল্ল্যাহ গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এছাড়া তাঁর বাম চোখ থেঁতলানো ছিল।

নিহত হালিমা লক্ষ্মীপুর জেলার মৃত আব্দুল লতিফের মেয়ে ও জসিম উদ্দিনের স্ত্রী। ১০ বছর ধরে হালিমা ও জসিম আলাদা থাকেন। এই দম্পতির পাঁচ ছেলে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হালিমা তাঁর বসত ঘরে একাই বাস করতেন। তবে ছোট ছেলে বয়ান (২৫) প্রায় আসা যাওয়া করতেন। গতকাল বুধবার বড় ছেলে শরীফের স্ত্রীর দায়ের করা নারী নির্যাতনের মামলায় আদালতে হাজিরা দিয়ে হালিমা বিকেলে বাড়ি ফিরে আসেন। পরে এক প্রতিবেশীর বাড়িতে সন্ধ্যা ৭টা পর্যন্ত আড্ডা দেন। এর মধ্যে হালিমা মোবাইল ফোনে অজ্ঞাতনামা এক ব্যক্তির কল পেয়ে সেখান থেকে চলে যান। আজ সকালে তাঁর বসত ঘরের অদূরে এক খালে তাঁর হাত পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

হালিমার বড় ছেলে শরীফ বলেন, ‘আমি এ বাড়িতে থাকি না। মায়ের মৃত্যুর খবর শুনে আসছি। গতকাল আমার স্ত্রীর দায়ের করা মামলায় আমিসহ মা আদালতে হাজিরা দিয়েছি। হাজিরা দিয়ে আমি জেলা শহরে অবস্থান করি। মা বাড়ি চলে আসেন।’

পুলিশ জানায়, স্থানীয়রা খালে লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে হাত পা বাঁধা অবস্থায় হালিমার লাশ উদ্ধার করা হয়। লাশের শরীরে বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে এবং বাম চোখ থেঁতলানো ছিল। এ ঘটনায় পিবিআই ও অতিরিক্ত পুলিশ সুপার মোতাছিম বিল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

চরজব্বর থানার পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদিন জানান, এটি একটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত