Ajker Patrika

চট্টগ্রামে দুর্বৃত্তদের কবলে পড়া সেই তরুণী কেমন আছেন

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম 
চট্টগ্রামে দুর্বৃত্তদের কবলে পড়া সেই তরুণী কেমন আছেন

গত রোববার চট্টগ্রাম মহানগরীর আখতারুজ্জামান উড়াল সড়কের মুখে একদল দুর্বৃত্তের আক্রমণের শিকার হয়েছিলেন এক নারী। পরে তাঁকে বহনকারী রিকশাচালকের সহযোগিতায় অপর এক রিকশাচালক আব্দুল হান্নানের ত্বরিৎ পদক্ষেপে পুলিশ এসে উদ্ধার করে ওই নারীকে। কেমন আছেন তিনি?

ঘটনার পর পেরিয়ে গেছে তিনদিন। এই তিন দিনে পুলিশের তৎপরতায় ছয় দুর্বৃত্তই গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন—ফারুক হোসেন, আবদুর রহমান ও মো. আরিফ এবং পরদিন সোমবার রাতে সাইফুল ইসলাম, আবদুল খালেক ও মোহাম্মদ হোসেন। 

পুলিশ জানিয়েছে, ওই নারীকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর করা মামলায় আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। 

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেছেন, ‘ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ছয়জনই জড়িত। তাঁদের আসামি করে ভুক্তভোগী নারী মামলা করেছেন। ওই নারী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন।’

এদিকে, দুর্বৃত্তদের হাত থেকে ওই নারীর জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন রিকশাচালক আব্দুল হান্নান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তাঁর ছবি এবং কাজের কথা। তাঁর বুদ্ধিমত্তার প্রশংসা করেছে পুলিশও।

এ বিষয়ে ওসি সন্তোষ কুমার চাকমা বলেন, ‘ওই নারীর ভাগ্য ভালো ছিল, একজন সচেতন মানুষ বিষয়টি দেখতে পেয়েছেন। কেননা সময়মতো ওই রিকশাচালক ৯৯৯–এ ফোন না করলে আমরা হয়তো ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত নারীকে দ্রুত উদ্ধারের পাশাপাশি আসামিদেরও গ্রেপ্তার করতে পারতাম না। আর এমন পরিস্থিতিতে খুনের ঘটনাও ঘটে। ওই রিকশাচালক বিষয়টি দ্রুত আমাদের জানানোয় তেমন কিছু ঘটেনি। সে জন্য পুলিশ কমিশনার ওই রিকশাচালককে পুরস্কৃত করেছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাখাইনে মানবিক করিডর: জান্তার আপত্তিতে সরকারে দ্বিধা

মানবিক করিডরে বাংলাদেশের ফায়দা কী

রোগী দেখতে হবে কমপক্ষে ১০ মিনিট, অতিদরিদ্রদের জন্য বিনা মূল্যে স্বাস্থ্যসেবা

সন্ধ্যায় বাজারে গিয়ে নিখোঁজ, ভোরে কালভার্টের নিচে মিলল নারীর লাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘ইচ্ছেমতো’ ব্যয়, দুই বছরে রাষ্ট্রের ক্ষতি ৩৮৩ কোটি ৫০ লাখ টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত