Ajker Patrika

আওয়ামী লীগের অত্যাচার, গুম-খুনের সহায়তা করেছে ভারত: সেলিমা রহমান

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ৫২
আওয়ামী লীগের অত্যাচার, গুম-খুনের সহায়তা করেছে ভারত: সেলিমা রহমান

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, শেখ হাসিনা এ দেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করেছেন। গত ১৫ বছর ধরে আওয়ামী লীগের অত্যাচার, গুম-খুনের সহায়তা করেছে ভারত। তাদের অত্যাচার ও নির্যাতনের কারণে বিএনপি নেতা-কর্মীরা ঘরে ঘুমাতে পারেননি। একেকজন নেতা-কর্মীর নামে শত শত মিথ্যা মামলা দিয়েছে। 

আজ রোববার বিকেলে চান্দলা স্কুল মাঠে ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভা ও বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

সেলিমা রহমান বলেন, ‘স্বৈরাচার আওয়ামী লীগকে সমর্থন দিয়ে ডুমরি বাঁধ ছেড়ে আমাদের ফেনী, নোয়াখালী, কুমিল্লাসহ অনেক জেলাকে ভাসিয়ে দিয়েছে ভারত। বন্যার পানিতে ডুবে কষ্ট পেয়েছে আমাদের দেশের মানুষ। আওয়ামী লীগকে বিতাড়িত করেছে এই দেশের ছাত্র–জনতা। নেপথ্য বিএনপির নেতা–কর্মীরা ভূমিকা রেখেছেন। এখন সময় এসেছে ধানের শীষকে বিজয়ী করতে হবে।’ 

সেলিমা রহমান বলেন, ছয় হাজার কিলোমিটার দূর থেকে তারেক রহমান প্রতি মুহূর্ত বন্যার্ত মানুষের খোঁজখবর রাখছেন। তাঁর ডাকে বিএনপির নেতা–কর্মীরা সর্বশক্তি দিয়ে বন্যার্ত মানুষের সহযোগিতা করেছেন। এমন দৃষ্টান্ত উদাহরণ হয়ে থাকবে। 

এ সময় আরও বক্তব্য দেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আমিন উর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির স্বনির্ভর সম্পাদক শিরিন সুলতানা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব জসিম উদ্দিন জসিম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য বিলকিস আক্তার, সাবেরা আলাউদ্দিন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহ আলম খোকন, সাংগঠনিক সম্পাদক আমীর হোসেন, কেন্দ্রীয় বিএনপির সদস্য সৈয়দ জাহাঙ্গীর, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাতুল বারী আবু, সদস্যসচিব ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চন্দ্রগ্রহণের সময় মুমিনের করণীয় আমল

মধ্যরাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা ও ভাঙচুর

বেতন চাইলে গৃহকর্মীদের পিস্তল দেখান সাবেক অতিরিক্ত আইজিপি শামসুদ্দোহা, ৯৯৯-এ কল পেয়ে গ্রেপ্তার

চন্দ্রগ্রহণ চলছে, ব্লাড মুন দেখা যাবে রাত সাড়ে ১১টায়

শেখ হাসিনার শত্রু ছিলাম, তাঁকে বের করেছি, তাঁর ভাগনির চাকরি খেয়েছি: ববি হাজ্জাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত