Ajker Patrika

কঠোর লকডাউনে কাঁচাবাজার উচ্ছেদ অভিযান দেখতে উৎসুক জনতার ভিড়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০২ জুলাই ২০২১, ১৮: ৫২
কঠোর লকডাউনে কাঁচাবাজার উচ্ছেদ অভিযান দেখতে উৎসুক জনতার ভিড়

চট্টগ্রাম জেলার হালিশহরের আই ব্লকে নালার ওপর গড়ে ওঠা অবৈধ বাজার উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। আজ শুক্রবার সকালে ফুটপাত ও নালা দখল করে তৈরি করা বাজারের প্রায় ৫০ থেকে ৬০টি দোকান উচ্ছেদ করা হয়।

অভিযান দেখতে সেখানে ভিড় করে শত শত মানুষ। শিশু–কিশোর থেকে শুরু করে নানা বয়সী মানুষ জড়ো হয় সেখানে।

চসিকের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোর্শেদ আলম চৌধুরী জানান, নালার ওপরে স্থায়ীভাবে মাছ, শাকসবজি, ফলমূলের দোকান উচ্ছেদ করা হয়েছে।

লকডাউনে এত মানুষ জড়ো হওয়া নিয়ে মোর্শেদ আলম বলেন, `এটি কাঁচাবাজার হওয়ায় প্রচুর মানুষ জড়ো হয়ে যায়। বাজার করতে অনেকেই এসেছিল। এটি শহরের এক প্রান্তে হওয়ায় আমাদের আসা–যাওয়া কম। এই সুযোগে এখানে তাঁরা এত বড় অবৈধ বাজার তৈরি করেছে।'

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত