প্রতিনিধি, কসবা (ব্রাহ্মণবাড়িয়া)
অতিবৃষ্টির কারণে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার বায়েক ইউনিয়নের প্রায় ৮-৯টি গ্রাম। পানিতে তলিয়ে গেছে ফসলসহ বেশ কিছু রাস্তাঘাট। পুকুরের পাড় ডুবে গিয়ে বেরিয়ে গেছে শতাধিক পুকুরের মাছ। এখন পর্যন্ত বাড়িঘরে পানি না উঠলেও পানিবন্দী হওয়ার আতঙ্কে রয়েছে প্লাবিত গ্রামের মানুষজন। অপরদিকে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া জানান, গত কয়েক দিন ধরে অতিবৃষ্টির কারণে ভারতের উজান এলাকার পানি নেমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এত দিন অল্প পানি নামলেও গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে পানি বেশি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রামের ফসল ও রাস্তাঘাট। এ ছাড়া প্রায় শতাধিক পুকুরের মাছ বেড়িয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মাছচাষিরা। তলিয়ে গেছে প্রায় সাত একর বীজতলা। যেভাবে পানি বাড়ছে আজ শুক্রবার রাতের মধ্যে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্লাবিত গ্রামগুলো মধ্যে বায়েক ইউনিয়নের সীমান্তবতী খাদলা, মাদলা, শ্যামপুর, পুটিয়া, বেলতলী, অষ্টজঙ্গল, সস্তাপুর, সাগরতলা ও গৌরাঙ্গলাসহ আশপাশের আরও কয়েকটি গ্রাম রয়েছে।
ইউপি আওয়ামী লীগ নেতা নুরুন্নবী আজমল বলেন, অতিবৃষ্টির কারণে সীমান্তের ওপার থেকে নেমে আসা ঢলের পানির কারণে বায়েকের সালদানদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রাতের মধ্যে গ্রামগুলোর বাড়ি ঘরেও পানি ওঠার সম্ভাবনা রয়েছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে নজরদারি রাখছেন স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম প্লাবিত এলাকা পরিদর্শক করে বলেন, ঢলের পানিতে গ্রামের বিলগুলো এবং বেশ কিছু রাস্তাঘাটও তলিয়ে গেছে। তবে বাড়িঘরে এখনো পানি ওঠেনি। এখন পর্যন্ত ৭ একর ধানের বীজতলা নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করতে ইউনিয়ন চেয়ারম্যানকে বলা হয়েছে। মানুষ পানিবন্দী হয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসদ উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা।
অতিবৃষ্টির কারণে ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা ঢলের পানিতে প্লাবিত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার উপজেলার বায়েক ইউনিয়নের প্রায় ৮-৯টি গ্রাম। পানিতে তলিয়ে গেছে ফসলসহ বেশ কিছু রাস্তাঘাট। পুকুরের পাড় ডুবে গিয়ে বেরিয়ে গেছে শতাধিক পুকুরের মাছ। এখন পর্যন্ত বাড়িঘরে পানি না উঠলেও পানিবন্দী হওয়ার আতঙ্কে রয়েছে প্লাবিত গ্রামের মানুষজন। অপরদিকে ক্ষয়ক্ষতি নিরূপণের নির্দেশনা দিয়েছেন উপজেলা প্রশাসন।
বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভূঁইয়া জানান, গত কয়েক দিন ধরে অতিবৃষ্টির কারণে ভারতের উজান এলাকার পানি নেমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এত দিন অল্প পানি নামলেও গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে পানি বেশি বেড়ে যাওয়ায় তলিয়ে গেছে বেশ কয়েকটি গ্রামের ফসল ও রাস্তাঘাট। এ ছাড়া প্রায় শতাধিক পুকুরের মাছ বেড়িয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন মাছচাষিরা। তলিয়ে গেছে প্রায় সাত একর বীজতলা। যেভাবে পানি বাড়ছে আজ শুক্রবার রাতের মধ্যে অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্লাবিত গ্রামগুলো মধ্যে বায়েক ইউনিয়নের সীমান্তবতী খাদলা, মাদলা, শ্যামপুর, পুটিয়া, বেলতলী, অষ্টজঙ্গল, সস্তাপুর, সাগরতলা ও গৌরাঙ্গলাসহ আশপাশের আরও কয়েকটি গ্রাম রয়েছে।
ইউপি আওয়ামী লীগ নেতা নুরুন্নবী আজমল বলেন, অতিবৃষ্টির কারণে সীমান্তের ওপার থেকে নেমে আসা ঢলের পানির কারণে বায়েকের সালদানদীর পানি বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ রাতের মধ্যে গ্রামগুলোর বাড়ি ঘরেও পানি ওঠার সম্ভাবনা রয়েছে। তবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে নজরদারি রাখছেন স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ উল আলম প্লাবিত এলাকা পরিদর্শক করে বলেন, ঢলের পানিতে গ্রামের বিলগুলো এবং বেশ কিছু রাস্তাঘাটও তলিয়ে গেছে। তবে বাড়িঘরে এখনো পানি ওঠেনি। এখন পর্যন্ত ৭ একর ধানের বীজতলা নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতির বিষয়টি নিরূপণ করতে ইউনিয়ন চেয়ারম্যানকে বলা হয়েছে। মানুষ পানিবন্দী হয়ে গেলে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসদ উল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা হাজেরা বেগমসহ রাজনৈতিক নেতৃবৃন্দরা।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
৪১ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
১ ঘণ্টা আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে