Ajker Patrika

লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ নেতা-কর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২৪, ১৭: ৫৫
লক্ষ্মীপুরে ছাত্রলীগের ৪ নেতা-কর্মীর ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ৩ 

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের চারজন নেতা-কর্মীকে গুলি ও কুপিয়ে জখমের ঘটনায় আজ মঙ্গলবার থানায় মামলা হয়েছে। এই ঘটনায় আজ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকায় ছাত্রলীগ নেতা এম সজিবসহ তিন কর্মীর ওপর এই হামলার ঘটনা ঘটে। সজিব স্থানীয় কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের আসন্ন কমিটির সভাপতি প্রার্থী। তাঁর মা বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় প্রধান আসামি করা হয়েছে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলুকে। এ ছাড়া স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনের নামে ও আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলা হওয়ার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক। তিনি বলেন, ‘চার ছাত্রলীগ নেতা-কর্মীর ওপর হামলার ঘটনায় থানার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১১ জনের বিরুদ্ধে হত্যার চেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এতে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।’

গ্রেপ্তার আসামিরা হলেন চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজল ইসলাম তাজু, স্বেচ্ছাসেবক লীগের কর্মী বাবু ও ফারুক হোসেন। আজ মঙ্গলবার সকালে চন্দ্রগঞ্জ থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। প্রধান আসামি বাবলুসহ জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানায় পুলিশ।

চন্দ্রগঞ্জের পাঁচপাড়া এলাকার যদিরপুকুরপাড়ে বসে গত শনিবার রাত আড়াইটার দিকে ছাত্রলীগ নেতা এম সজিবসহ ৪ জন আড্ডা দিচ্ছিলেন। এ সময় তাঁদের ওপর অতর্কিত হামলা করে ধারালো অস্ত্র দিয়ে আঘাত ও এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এতে এম সজিব এবং ছাত্রলীগ কর্মী সাইফুল পাটওয়ারী, সাইফুল ইসলাম জয় ও রাফি গুরুতর আহত হন। তাঁদেরকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনজনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এদিকে চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ ও স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাজী মামুনুর রশিদ বাবলুর সমর্থকদের মধ্যে অনেক দিন ধরে দলীয় কোন্দল ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। সম্প্রতি বাবলুর অনুসারী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্রলীগের সভাপতি প্রার্থী আবদুর রহমান অনিককে অস্ত্রসহ গ্রেপ্তার করে র‍্যাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত