Ajker Patrika

লক্ষ্মীপুরে পিকআপের চাপায় অটোরিকশাচালক নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
আপডেট : ১৮ মে ২০২২, ১৩: ৪৩
লক্ষ্মীপুরে পিকআপের চাপায় অটোরিকশাচালক নিহত

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় মো. হেলাল হোসেন (৩৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। রাতে ঢাকা-রায়পুর মহাসড়কের সর্দারবাড়ী স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের কালাজী পাটোয়ারীবাড়ির আবদুল কাদেরের ছেলে এবং তিন সন্তানের জনক। 

স্থানীয়রা জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে হেলাল দালালবাজার থেকে মালামাল নিয়ে রায়পুরের উদ্দেশে রওনা হন। অটোরিকশাটি ঢাকা-রায়পুর মহাসড়কের সর্দারবাড়ী স্টেশন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি পিকআপভ্যান তাঁকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন হেলাল। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পিকআপ ও চালককে আটকের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত