Ajker Patrika

কুবির বন্ধ ক্যাম্পাসে পরিবহনসেবা চালু 

কুবি সংবাদদাতা 
আপডেট : ১৪ মে ২০২৪, ১৮: ১৩
কুবির বন্ধ ক্যাম্পাসে পরিবহনসেবা চালু 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের আবাসিক হল বন্ধ থাকলেও পরিবহনসেবা চালু করেছে কর্তৃপক্ষ। এতে প্রতিদিন ক্যাম্পাস থেকে শহরে উদ্দেশে দুটি বাস ছেড়ে যাবে এবং রাত সাড়ে ৮টায় ক্যাম্পাসে ফিরবে।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সেকশন অফিসার মো. জাহিদুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ক্যাম্পাস থেকে প্রতিদিন বিকেল ৫টায় পুলিশ ও টমছম ব্রিজ রুটে একটি করে বাস ছেড়ে যাবে এবং রাত সাড়ে ৮টায় বাসগুলো আবার ফেরত আসবে।

অপর এক প্রশ্নের জবাবে জাহিদুল আলম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শহরে যাতায়াতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশাসন জানতে পারে। তাই শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করেই এই বাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।’

এর আগে গত ৩০ এপ্রিল উপাচার্য-শিক্ষক সমিতির দ্বন্দ্বের কারণে ৯৩ তম জরুরি সিন্ডিকেট সভায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় ও আবাসিক হল বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন সেবাও বন্ধ হয়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত