Ajker Patrika

চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ২১: ০৪
চাঁদের গাড়ির ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর 

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চাঁদের গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মো. মিজান (২২) নামের মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার (২২ জানুয়ারি) সকালে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আজ বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এই ঘটনায় মো. আবদুল্লাহ (১৮) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন। 

মো. মিজান রাজানগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড শিয়ালবুক্কা এলাকার মো. তৈয়ব আলীর ছেলে। তিনি এলাকায় রাজমিস্ত্রির কাজ করতেন। আহত মো. আবদুল্লাহ দক্ষিণ রাজানগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর বগাবিলী খণ্ডলিয়াপাড়া এলাকার তানু মিয়ার ছেলে।

এ নিয়ে প্রত্যক্ষদর্শী কামাল চৌধুরী বলেন, ‘সড়কে ওপর চাঁদের গাড়িটি দাঁড়ানো ছিল। হঠাৎ কোনো সংকেত না দিয়ে রাস্তায় উঠে যায় গাড়িটি। এ সময় অপর দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালকসহ দুজন গুরুতর আহত হন। তাঁদের প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান। সেখানেই বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মিজানের মৃত্যু হয়। আহত আবদুল্লাহর অবস্থাও আশঙ্কাজনক বলে শুনেছি।’

এ বিষয়ে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব মিলকী বলেন, ‘চাঁদের গাড়ি ও মোটরসাইকেলের সংঘর্ষে আহত দুজনের মধ্যে মিজান চমেকে মারা গেছেন বলে শুনেছি। দুর্ঘটনার বিষয়টি পারিবারিকভাবে মীমাংসা করা হয়েছে বলে জেনেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত