Ajker Patrika

চাঁদপুরে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

চাঁদপুর প্রতিনিধি
আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ২০: ৪৫
চাঁদপুরে আহত আওয়ামী লীগ নেতার মৃত্যু

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর হামলায় গুরুতর আহত হন চাঁদপুরের হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাচ্চু খান (৪৮)। ঢাকার ধানমন্ডির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার দুপুরে মারা যান তিনি। 

আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বাচ্চু খানের ছোট ভাই আরিফ খান। 

স্বজনেরা জানান, ৫ আগস্ট বিকেলে শেখ হাসিনার পদত্যাগের সংবাদে হাইমচর উপজেলার বিভিন্ন স্থান থেকে স্থানীয় জনতা দেশীয় অস্ত্র নিয়ে মিছিল বের করেন। একপর্যায়ে মিছিলকারীরা হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান নূর হোসেন পাটওয়ারীর বাড়িতে আক্রমণ করে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগ করেন। 

ওই বাড়িতে উপস্থিত দলীয় কর্মীদের কুপিয়ে জখম করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের নেতা বাচ্চু খানসহ ১০-১৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ঢাকায় পাঠানো হয়। 

নিহত বাচ্চু খানের ছোট ভাই আরও জানান, এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন থাকার পর আজ দুপুরে বাচ্চু খান মারা যান। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যার বিচার চান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত