Ajker Patrika

চট্টগ্রামে বিষাক্ত ক্রোমিয়ামযুক্ত মাছ-মুরগির খাবার জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বিষাক্ত ক্রোমিয়ামযুক্ত মাছ-মুরগির খাবার জব্দ

চট্টগ্রাম মহানগরীর চাক্তাই এলাকায় বিষাক্ত ক্রোমিয়ামযুক্ত ১৮৩ বস্তা মুরগি ও মাছের খাদ্য জব্দ করা হয়েছে। পরে এসব খাবার ধ্বংস করা হয়। এর আগে খাবার প্রস্তুতকারী দুই প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

আজ সোমবার এলাকাটির বিভিন্ন আড়তে অভিযান চালিয়ে এসব খাবার জব্দ করে জেলা প্রশাসন ও র‍্যাব-৭। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত। 

চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জানান, ক্রোমিয়াম যুক্ত পশু খাদ্য মাছ ও মুরগি হয়ে মানবদেহে প্রবেশ করলে ক্যানসারসহ নানা জটিল রোগ দেখা দিতে পারে। এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। 

এর আগে অভিযান পরিচালনাকারী দুই সংস্থার পৃথক দুটি বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে মেসার্স আদিত্য ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে ১৫০ বস্তা ক্রোমিয়ামযুক্ত ট্যানারির বর্জ্য ও মেসার্স নুর এন্টারপ্রাইজ থেকে ৩৩ বস্তা ক্রোমিয়ামযুক্ত শ্রিম্প পাউডার জব্দ করা হয়। প্রতিষ্ঠান দুটি এসব বিষাক্ত উপাদান মুরগি ও মাছের খাদ্যের সঙ্গে মিশিয়ে বাজারজাত করছিল। পরে এসব বিষাক্ত উপাদান জনসমক্ষে ধ্বংস করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত