Ajker Patrika

সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও পুলিশের ২ মামলা 

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ২৫
সেনা কর্মকর্তা তানজিম হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও পুলিশের ২ মামলা 

কক্সবাজারের চকরিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানকালে ডাকাতের ছুরিকাঘাতে সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার হত্যার ঘটনায় দুটি মামলা হয়েছে। 

পুলিশ ও সেনাসদস্য বাদী হয়ে গতকাল বুধবার পৃথক আইনে দুটি মামলা করে। মামলায় মোট ২৫ জনকে আসামি করা হয়েছে। 

পৃথক আইনে করা মামলা দুটি নথিভুক্ত হয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া। 

তিনি জানান, মামলা দুটিতে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আটজনকে। এর মধ্যে সেনাবাহিনীর ফাঁসিয়াখালী ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আব্দুল্লাহ আল হারুনুর রশিদ বাদী হয়ে ডাকাতি ও হত্যার ঘটনায় একটি এবং পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে অস্ত্র আইনে অপর মামলাটি করেছেন। 

ওসি মঞ্জুর কাদের বলেন, মামলায় এ পর্যন্ত এজাহারভুক্ত ছয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। 

উল্লেখ্য, গত মঙ্গলবার মধ্যরাতে ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামে অভিযানে গিয়ে সেনা কর্মকর্তা তানজিম ডাকাতের ছুরিকাতে নিহত হন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত