Ajker Patrika

মতলবে পোনা ইলিশসহ যুবক গ্রেপ্তার 

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ০৯ এপ্রিল ২০২৩, ১৯: ৪৯
মতলবে পোনা ইলিশসহ যুবক গ্রেপ্তার 

চাঁদপুরের মতলবে মেঘনা নদীতে অভিযান চালিয়ে পোনা ইলিশসহ মো. ফরহাদ নামে এক যুবককে আটক করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। আজ রোববার ভোরে উত্তরে উপজেলার চরউমেদ এলাকায় এ অভিযান চালানো হয়। এ ঘটনায় মতলব উত্তর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 

আটক যুবক শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার আলমগীর কান্দি (পাইনপাড়া) এলাকার নাঈম উদ্দিনের ছেলে। 

নৌ পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার চরউমেদ এলাকার মেঘনা নদীতে অভিযান চালানো হয়। এ সময় জাটকাবোঝাই একটি স্পিডবোটসহ মো. ফরহাদকে (২৫) আটক করা হয়। স্পিডবোটে পাওয়া যায় ৬০০ কেজি জাটকা। সেগুলো ঢাকায় পাচার করা হচ্ছিল। 

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মনিরুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে নির্দেশে মতলব উত্তর উপজেলার মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দ জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।’ নদীতে জাটকা নিধন ঠেকাতে নৌ পুলিশ সব সময় তৎপর রয়েছে বলে জানান তিনি। 

অভিযানের সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানসহ নৌ পুলিশের কর্মকর্তারা। 

উল্লেখ্য, জাটকা সংরক্ষণে গত ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের ছয় জেলার পাঁচটি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত