রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে রুইজাতীয় মা মাছ। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার পর থেকে নদীর বিভিন্ন অংশে ডিম সংগ্রহ শুরু করেন ডিম সংগ্রহকারীরা। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত একটানা ডিম সংগ্রহ করেন তাঁরা। এ সময় তাঁদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
আজ বেলা ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন হালদা নদীর গবেষক ড. মো. শফিকুল ইসলাম।
জানা গেছে, হালদা নদী হাটহাজারী অংশ মাদার্শা আমতুয়া এলাকায় গতকাল দিবাগত রাত ২টার দিকে পুরোদমে রুইজাতীয় মাছ ডিম ছেড়েছে। পরে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে স্থানীয় ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ শুরু করেন। এ ছাড়া রাউজানের আজিমেরঘাট, পশ্চিম গহিরার মোবারকখীল এলাকায় ডিম সংগ্রহের ধুম লাগে।
জানা গেছে, প্রায় ৩০০ নৌকা নিয়ে গত বুধবার থেকে হালদা নদীতে অপেক্ষায় ছিলেন ৭০০ ডিম সংগ্রহকারী। তিন দিন ধরে ডিম সংগ্রহকারীরা নদীতে নির্ঘুম রাত কাটান। এর আগে গত মঙ্গলবার ও গতকাল দুই দফায় স্বল্প পরিমাণে ডিম ছাড়ে মা মাছ। স্বল্প পরিমাণ হওয়ায় একে নমুনা ডিম বলেন সংগ্রহকারীরা।
ডিম সংগ্রহকারী মো. হাসান, সোহেল, মুন্না জানান, গত মঙ্গলবার ও গতকাল হালদা নদীতে কয়েকটি নৌকায় কিছু নমুনা ডিম সংগ্রহ করেছেন তাঁরা। পরে নদীতে শতাধিক নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করার জন্য অপেক্ষা করেন। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দমকা হাওয়া, বজ্রসহ প্রবল বর্ষণ হওয়ায় হালদা নদীর পানি বেড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে গতকাল রাত ২টার দিকে হালদা নদীতে পরিপূর্ণভাবে মা মাছ ডিম ছাড়ে।
হালদার প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর জানান, তাঁরা ডিম সংগ্রহের জন্য গত বুধবার সকাল থেকে নৌকা নিয়ে হালদায় অপেক্ষায় ছিলেন। গতকাল রাত ২টা থেকে নদীতে ডিম ছাড়ে মা মাছ। তবে বৃষ্টি ও আবহাওয়া উত্তপ্ত এবং নদীতে পানি বেশি থাকায় অনেক ডিম স্রোতে চলে গেছে। এরপরও প্রতিটি নৌকা ডিম সংগ্রহ করতে পেরেছে।
রাউজান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী বলেন, রাতে হালদার মা মাছ ডিম ছেড়েছে। রাতভর ডিম সংগ্রহ চলেছে। এখনো নদীর বিভিন্ন পয়েন্টে ডিম সংগ্রহ করা হচ্ছে।
জানা গেছে, এপ্রিল থেকে জুন মাস হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়। মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পানি বাড়ে। আর এতে মা মাছ ডিম ছাড়ে। এ প্রসঙ্গে বিশিষ্ট হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীতে গতকাল রাতে মা মাছ ডিম ছেড়েছে। প্রায় ৩০০ নৌকা নিয়ে অন্তত ৭০০ ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করে। কী পরিমাণ ডিম পাওয়া গেছে, এর হিসাব এখনও পাওয়া যায়নি। তবে আবহাওয়া অনুকূল থাকায় এবার ডিম ভালো পাওয়া যাবে।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল আনুমানিক রাত ২টার পর থেকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। সকাল ৭টা পর্যন্ত হালদা নদীর দুই পাড়ে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন। এতে ডিম সংগ্রহকারীদের মুখে হাসি ফুটেছে। এর আগে গত মঙ্গলবার ও গতকাল হালদা নদীতে বিভিন্ন স্থানে কয়েকবার সামান্য পরিমাণে নমুনা ডিম ছেড়েছে মা মাছ।’
হালদা গবেষকেরা জানান, বছরের এপ্রিল থেকে জুনের যেকোনো সময়ে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ে। তবে এ ক্ষেত্রে শর্ত হচ্ছে, পূর্ণিমা বা অমাবস্যার তিথি বা জোয়ার থাকতে হবে। একই সময়ে নদীর স্থানীয় ও খাগড়াছড়ি, মানিকছড়িসহ নদীর উজানে পাহাড়ি এলাকায় প্রচুর বজ্রসহ বৃষ্টিপাত হতে হবে। ফলে পাহাড়ি ঢল নামবে এবং নদীতে ফেনাসহ পানি প্রবাহিত হবে। ঠিক এই সময়ে পূর্ণ জোয়ার শেষে অথবা পূর্ণ ভাটা শেষে পানি যখন স্থির হয়, তখনই কেবল মা মাছ ডিম ছাড়ে। উল্লেখ্য, খাগড়াছড়ির জেলার বাটনাতলী পাহাড় হতে নেমে সর্পিল ১০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হালদা নদী মিলেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। দেশের একমাত্র জোয়ার-ভাটার রুইজাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র এই নদীর সুরক্ষায় সরকার নানা উদ্যোগ নিয়েছে।
দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদীতে পুরোদমে ডিম ছেড়েছে রুইজাতীয় মা মাছ। গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত ২টার পর থেকে নদীর বিভিন্ন অংশে ডিম সংগ্রহ শুরু করেন ডিম সংগ্রহকারীরা। আজ শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত একটানা ডিম সংগ্রহ করেন তাঁরা। এ সময় তাঁদের মধ্যে উৎসবের আমেজ দেখা যায়।
আজ বেলা ৩টায় এ তথ্য নিশ্চিত করেছেন হালদা নদীর গবেষক ড. মো. শফিকুল ইসলাম।
জানা গেছে, হালদা নদী হাটহাজারী অংশ মাদার্শা আমতুয়া এলাকায় গতকাল দিবাগত রাত ২টার দিকে পুরোদমে রুইজাতীয় মাছ ডিম ছেড়েছে। পরে ডিম হালদা নদীর বিভিন্ন অংশে ছড়িয়ে পড়লে স্থানীয় ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ শুরু করেন। এ ছাড়া রাউজানের আজিমেরঘাট, পশ্চিম গহিরার মোবারকখীল এলাকায় ডিম সংগ্রহের ধুম লাগে।
জানা গেছে, প্রায় ৩০০ নৌকা নিয়ে গত বুধবার থেকে হালদা নদীতে অপেক্ষায় ছিলেন ৭০০ ডিম সংগ্রহকারী। তিন দিন ধরে ডিম সংগ্রহকারীরা নদীতে নির্ঘুম রাত কাটান। এর আগে গত মঙ্গলবার ও গতকাল দুই দফায় স্বল্প পরিমাণে ডিম ছাড়ে মা মাছ। স্বল্প পরিমাণ হওয়ায় একে নমুনা ডিম বলেন সংগ্রহকারীরা।
ডিম সংগ্রহকারী মো. হাসান, সোহেল, মুন্না জানান, গত মঙ্গলবার ও গতকাল হালদা নদীতে কয়েকটি নৌকায় কিছু নমুনা ডিম সংগ্রহ করেছেন তাঁরা। পরে নদীতে শতাধিক নৌকা নিয়ে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করার জন্য অপেক্ষা করেন। গতকাল সন্ধ্যা থেকে রাত পর্যন্ত দমকা হাওয়া, বজ্রসহ প্রবল বর্ষণ হওয়ায় হালদা নদীর পানি বেড়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে গতকাল রাত ২টার দিকে হালদা নদীতে পরিপূর্ণভাবে মা মাছ ডিম ছাড়ে।
হালদার প্রবীণ ডিম সংগ্রহকারী কামাল উদ্দিন সওদাগর জানান, তাঁরা ডিম সংগ্রহের জন্য গত বুধবার সকাল থেকে নৌকা নিয়ে হালদায় অপেক্ষায় ছিলেন। গতকাল রাত ২টা থেকে নদীতে ডিম ছাড়ে মা মাছ। তবে বৃষ্টি ও আবহাওয়া উত্তপ্ত এবং নদীতে পানি বেশি থাকায় অনেক ডিম স্রোতে চলে গেছে। এরপরও প্রতিটি নৌকা ডিম সংগ্রহ করতে পেরেছে।
রাউজান উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা আলমগীর হোসেন আজাদী বলেন, রাতে হালদার মা মাছ ডিম ছেড়েছে। রাতভর ডিম সংগ্রহ চলেছে। এখনো নদীর বিভিন্ন পয়েন্টে ডিম সংগ্রহ করা হচ্ছে।
জানা গেছে, এপ্রিল থেকে জুন মাস হালদা নদীতে মা মাছের ডিম ছাড়ার উপযুক্ত সময়। মৌসুমের অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে বজ্রসহ বৃষ্টিপাত হলে নদীতে পানি বাড়ে। আর এতে মা মাছ ডিম ছাড়ে। এ প্রসঙ্গে বিশিষ্ট হালদা নদী গবেষক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, হালদা নদীতে গতকাল রাতে মা মাছ ডিম ছেড়েছে। প্রায় ৩০০ নৌকা নিয়ে অন্তত ৭০০ ডিম সংগ্রহকারী ডিম সংগ্রহ করে। কী পরিমাণ ডিম পাওয়া গেছে, এর হিসাব এখনও পাওয়া যায়নি। তবে আবহাওয়া অনুকূল থাকায় এবার ডিম ভালো পাওয়া যাবে।
হালদা গবেষক ড. মো. শফিকুল ইসলাম বলেন, ‘গতকাল আনুমানিক রাত ২টার পর থেকে জোয়ারের সময় হালদা নদীর আমতুয়া অংশে পুরোদমে ডিম ছেড়েছে মা মাছ। সকাল ৭টা পর্যন্ত হালদা নদীর দুই পাড়ে ডিম সংগ্রহকারীরা ডিম সংগ্রহ করেছেন। এতে ডিম সংগ্রহকারীদের মুখে হাসি ফুটেছে। এর আগে গত মঙ্গলবার ও গতকাল হালদা নদীতে বিভিন্ন স্থানে কয়েকবার সামান্য পরিমাণে নমুনা ডিম ছেড়েছে মা মাছ।’
হালদা গবেষকেরা জানান, বছরের এপ্রিল থেকে জুনের যেকোনো সময়ে হালদা নদীতে মা মাছ ডিম ছাড়ে। তবে এ ক্ষেত্রে শর্ত হচ্ছে, পূর্ণিমা বা অমাবস্যার তিথি বা জোয়ার থাকতে হবে। একই সময়ে নদীর স্থানীয় ও খাগড়াছড়ি, মানিকছড়িসহ নদীর উজানে পাহাড়ি এলাকায় প্রচুর বজ্রসহ বৃষ্টিপাত হতে হবে। ফলে পাহাড়ি ঢল নামবে এবং নদীতে ফেনাসহ পানি প্রবাহিত হবে। ঠিক এই সময়ে পূর্ণ জোয়ার শেষে অথবা পূর্ণ ভাটা শেষে পানি যখন স্থির হয়, তখনই কেবল মা মাছ ডিম ছাড়ে। উল্লেখ্য, খাগড়াছড়ির জেলার বাটনাতলী পাহাড় হতে নেমে সর্পিল ১০৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে হালদা নদী মিলেছে চট্টগ্রামের কর্ণফুলী নদীতে। দেশের একমাত্র জোয়ার-ভাটার রুইজাতীয় মাছের প্রাকৃতিক মৎস্য প্রজননকেন্দ্র এই নদীর সুরক্ষায় সরকার নানা উদ্যোগ নিয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ফের দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এবার বাস বন্ধ করে দিয়েছেন খোদ মালিকেরাই। বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন।
১ ঘণ্টা আগেএকপর্যায়ে চালক পেছনের দুই যাত্রীকে ‘বস বস’ বলে কী যেন বলতে থাকেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার পার হওয়ার পর তাঁর সঙ্গে থাকা দুই যাত্রী হঠাৎ মোকসেদ আলীর চোখ ও হাত-পা বেঁধে ফেলেন। তখন তিনি বুঝতে পারেন, তাঁর সঙ্গে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আদতে অপহরণকারী চক্রের সদস্য।
২ ঘণ্টা আগেনওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে শিক্ষা মন্ত্রণালয়। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপসচিব তানিয়া ফেরদৌস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
২ ঘণ্টা আগেপটুয়াখালীর বাউফলে একটি সরকারি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিপুলসংখ্যক নতুন ও পুরোনো পাঠ্যবই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের সহযোগিতায় শিক্ষার্থীরা বইগুলো উদ্ধার করে স্কুলে জমা দিয়েছে।
২ ঘণ্টা আগে