Ajker Patrika

কক্সবাজারে আরও ৩ জেলের মরদেহ উদ্ধার 

কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে আরও ৩ জেলের মরদেহ উদ্ধার 

বঙ্গোপসাগরে ঝোড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারডুবির ঘটনায় কক্সবাজারের উখিয়া ও শহরের নুনিয়ারছড়া এলাকায় সৈকতে ভেসে এসেছে আরও তিন জেলের মৃতদেহ। এ নিয়ে দুইদিনে ৫ জেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

আজ শনিবার বেলা ৩টার দিকে উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানী সমুদ্র সৈকতে দুইটি মৃতদেহ ভেসে আসে বলে জানিয়েছেন ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রেজাউল করিম।

তিনি বলেন, এদের মধ্যে আব্দুল করিম (৩৫) নামে এক জেলের পরিচয় শনাক্ত হওয়া গেলেও অপরজনের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। 

আব্দুল করিম চট্টগ্রামের বাঁশখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বাসিন্দা। তিনি বাঁশখালীর বাসিন্দা আবুল বশরের মালিকানাধীন এফবি আব্দুল ছামাদ সাহা নামে ট্রলারের জেলে।

রেজাউল করিম বলেন, ‘শুক্রবার সাগরে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এফবি আব্দুল ছামাদ সাহা নামে ট্রলারটি ডুবে যায়।’

ট্রলার মালিকের বরাতে তিনি বলেন, ট্রলারটিতে ১১ জন জেলে ছিল। ঝড়ো হাওয়ার কবলে পড়ে ট্রলারটি ইনানী সৈকত সংলগ্ন সাগরে এসে ডুবে যায়। এতে ৯ জন জীবিত উদ্ধার হলেও দুইজন নিখোঁজ ছিলেন। মৃতদেহ দুটি জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। 

এ দিকে শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের সমিতি পাড়া পয়েন্ট থেকে অপর একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার বিকেলে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্ট এবং রামু উপজেলার পেঁচারদ্বীপ পয়েন্টে দুই জেলের মৃতদেহ উদ্ধার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

রাতে গ্রেপ্তারের পর দুপুরে মুক্ত, পরে আবার গ্রেপ্তার তামান্না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত