Ajker Patrika

৩ কোটি টাকার ইয়াবা মামলায় ট্রাকচালকসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১১: ৩৬
৩ কোটি টাকার ইয়াবা মামলায় ট্রাকচালকসহ ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

চট্টগ্রামে বাকলিয়ায় ট্রাকে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার মামলায় ট্রাকচালক ও তাঁর সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে অনাদায়ে আর ও ১ বছরের দণ্ড দেওয়া হয়। 

গতকাল মঙ্গলবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভুঁঞার আদালত আসামিদের বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন। 

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—কক্সবাজার রামু উপজেলার রশিদ আহম্মদের ছেলে মো. জমির উদ্দিন (৩৮) ও একই উপজেলার শামসুল আলমের ছেলে মো. আলম (২৭)। 

আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালে ১৪ সেপ্টেম্বর বাকলিয়া থানা এলাকার শাহ আমানত সেতু সংলগ্ন সংযোগ সড়কে একটি ট্রাক থেকে সিমেন্টের বস্তার ভেতরে থেকে ৩ কোটি টাকা মূল্য পরিমাণ ইয়াবা উদ্ধার করে র‍্যাব-৭। ১০ কেজি ১০০ গ্রাম ওজনের এসব ইয়াবা উদ্ধারের ঘটনায় র‍্যাব ওই ট্রাকের চালক মো. আলম ও সহকারী জমির উদ্দিনকে আটক করেন। পরে বাকলিয়া থানায় তাঁদের আসামি করে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর আসামিরা কারাগারে রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত