কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রায় সাড়ে চার মাস কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে। গত ৩১ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয় ৯ লাখ ২৭ হাজার ৪০৫ টাকা। কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মাসুদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৫ হাজার ১৩৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছেন।
উল্লেখ্য, কার্প-জাতীয় মাছের প্রজনন বাড়াতে গত ২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ ছিল।
এদিকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার প্রথম দিন শুক্রবার কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় চাপিলা, কাঁচকিসহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভিড় করছে জেলেদের নৌকা। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেই সব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছেন ট্রাকে। ব্যবসায়ী ও জেলেদের মধ্যে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, প্রথম দিনে মাছের আকার ছোট দেখে হতাশ হলেও তাঁরা আশা করছেন, পরবর্তীতে আশানুরূপ মাছ ধরা সম্ভব হবে।
স্থানীয় জেলে সুজন চাকমা ও রশিদ আহমেদ জানান, ব্যবসায়ীরা তালিকাভুক্ত জেলেদের কাছ থেকে মাছ বুঝে নিচ্ছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর প্রথম দিনেই মাছ পাওয়া যাচ্ছে কিছুটা কম। কাঁচকি-চাপিলা মাছের আকারও অনেকাংশে ছোট।
কোনো কোনো জেলে অবশ্য প্রথম দিকে মাছ কম পাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তাঁরা জানান, প্রথম দিকে মাত্রাতিরিক্ত মাছ পাওয়া গেলে মৌসুম শেষে পাওয়া যায় না। চলতি মৌসুমের শেষদিক পর্যন্তও মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রায় সাড়ে চার মাস কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে। গত ৩১ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয় ৯ লাখ ২৭ হাজার ৪০৫ টাকা। কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মাসুদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৫ হাজার ১৩৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছেন।
উল্লেখ্য, কার্প-জাতীয় মাছের প্রজনন বাড়াতে গত ২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ ছিল।
এদিকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার প্রথম দিন শুক্রবার কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় চাপিলা, কাঁচকিসহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভিড় করছে জেলেদের নৌকা। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেই সব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছেন ট্রাকে। ব্যবসায়ী ও জেলেদের মধ্যে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, প্রথম দিনে মাছের আকার ছোট দেখে হতাশ হলেও তাঁরা আশা করছেন, পরবর্তীতে আশানুরূপ মাছ ধরা সম্ভব হবে।
স্থানীয় জেলে সুজন চাকমা ও রশিদ আহমেদ জানান, ব্যবসায়ীরা তালিকাভুক্ত জেলেদের কাছ থেকে মাছ বুঝে নিচ্ছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর প্রথম দিনেই মাছ পাওয়া যাচ্ছে কিছুটা কম। কাঁচকি-চাপিলা মাছের আকারও অনেকাংশে ছোট।
কোনো কোনো জেলে অবশ্য প্রথম দিকে মাছ কম পাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তাঁরা জানান, প্রথম দিকে মাত্রাতিরিক্ত মাছ পাওয়া গেলে মৌসুম শেষে পাওয়া যায় না। চলতি মৌসুমের শেষদিক পর্যন্তও মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে কয়েক দিন ধরে বিক্ষোভ করছে মানুষ। ‘জুম্ম ছাত্র-জনতা’র ব্যানারে গত শনিবার থেকে জেলাজুড়ে চলছে অবরোধ কর্মসূচি। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় সদর উপজেলা ও গুইমারা উপজেলা সদরে জারি করা হয়েছিল ১৪৪ ধারা।
২২ মিনিট আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৩৬ মিনিট আগেবগুড়ায় মহাসড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই তরুণ নিহত হয়েছেন। আজ রোববার রাত সাড়ে ৯টার দিকে বগুড়া-রংপুর মহাসড়কে সদর উপজেলার বাঘোপাড়া খোলারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেখাগড়াছড়িতে সড়ক অবরোধের পর এবার আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছে ‘জুম্ম ছাত্র-জনতা’। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অবরোধ চলাকালে সব পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
১ ঘণ্টা আগে