কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
প্রায় সাড়ে চার মাস কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে। গত ৩১ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয় ৯ লাখ ২৭ হাজার ৪০৫ টাকা। কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মাসুদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৫ হাজার ১৩৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছেন।
উল্লেখ্য, কার্প-জাতীয় মাছের প্রজনন বাড়াতে গত ২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ ছিল।
এদিকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার প্রথম দিন শুক্রবার কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় চাপিলা, কাঁচকিসহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভিড় করছে জেলেদের নৌকা। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেই সব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছেন ট্রাকে। ব্যবসায়ী ও জেলেদের মধ্যে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, প্রথম দিনে মাছের আকার ছোট দেখে হতাশ হলেও তাঁরা আশা করছেন, পরবর্তীতে আশানুরূপ মাছ ধরা সম্ভব হবে।
স্থানীয় জেলে সুজন চাকমা ও রশিদ আহমেদ জানান, ব্যবসায়ীরা তালিকাভুক্ত জেলেদের কাছ থেকে মাছ বুঝে নিচ্ছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর প্রথম দিনেই মাছ পাওয়া যাচ্ছে কিছুটা কম। কাঁচকি-চাপিলা মাছের আকারও অনেকাংশে ছোট।
কোনো কোনো জেলে অবশ্য প্রথম দিকে মাছ কম পাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তাঁরা জানান, প্রথম দিকে মাত্রাতিরিক্ত মাছ পাওয়া গেলে মৌসুম শেষে পাওয়া যায় না। চলতি মৌসুমের শেষদিক পর্যন্তও মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রায় সাড়ে চার মাস কাপ্তাই হ্রদে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষে আবারও প্রাণ ফিরেছে রাঙামাটির কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে। গত ৩১ আগস্ট (বৃহস্পতিবার) মধ্যরাত থেকে কাপ্তাই লেকে মাছ ধরা শুরু হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে মোট রাজস্ব আয় হয় ৯ লাখ ২৭ হাজার ৪০৫ টাকা। কাপ্তাই মৎস্য উন্নয়ন উপকেন্দ্রের প্রধান মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেন।
মাসুদ আলম বলেন, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ৪৫ হাজার ১৩৬ কেজি বিভিন্ন প্রজাতির মাছ এই অবতরণ কেন্দ্রে শুল্ক দিয়ে দেশের বিভিন্ন জায়গায় ব্যবসায়ীরা বিক্রির উদ্দেশ্যে নিয়ে গেছেন।
উল্লেখ্য, কার্প-জাতীয় মাছের প্রজনন বাড়াতে গত ২০ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মৎস্য শিকার বন্ধ ছিল।
এদিকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু হওয়ার প্রথম দিন শুক্রবার কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেখা যায় চাপিলা, কাঁচকিসহ নানা জাতের মাছের ড্রাম নিয়ে ভিড় করছে জেলেদের নৌকা। আর ব্যবসায়ীরা শুল্ক পরিশোধ করে সেই সব মাছ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছাতে বরফ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা করে তুলছেন ট্রাকে। ব্যবসায়ী ও জেলেদের মধ্যে দীর্ঘদিন পর কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। সবাইকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
কাপ্তাই মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি বেলাল হোসেন বলেন, প্রথম দিনে মাছের আকার ছোট দেখে হতাশ হলেও তাঁরা আশা করছেন, পরবর্তীতে আশানুরূপ মাছ ধরা সম্ভব হবে।
স্থানীয় জেলে সুজন চাকমা ও রশিদ আহমেদ জানান, ব্যবসায়ীরা তালিকাভুক্ত জেলেদের কাছ থেকে মাছ বুঝে নিচ্ছেন। তবে অন্যান্য বছরের চেয়ে এ বছর প্রথম দিনেই মাছ পাওয়া যাচ্ছে কিছুটা কম। কাঁচকি-চাপিলা মাছের আকারও অনেকাংশে ছোট।
কোনো কোনো জেলে অবশ্য প্রথম দিকে মাছ কম পাওয়ায় বিষয়টি ইতিবাচকভাবে দেখছেন। তাঁরা জানান, প্রথম দিকে মাত্রাতিরিক্ত মাছ পাওয়া গেলে মৌসুম শেষে পাওয়া যায় না। চলতি মৌসুমের শেষদিক পর্যন্তও মাছ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মোংলায় এনসিপির শ্রমিক সংগঠনের পূর্বঘোষিত সমাবেশ বিএনপি–সমর্থিত শ্রমিকদের হামলায় পণ্ড হয়ে গেছে। এতে এনসিপির নেত্রীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেচট্টগ্রামে স্কুলে গিয়ে নিখোঁজের পরদিন মো. রাহাত (১৩) নামের এক শিক্ষার্থীর লাশ কর্ণফুলী নদীর তীর থেকে উদ্ধার করা হয়েছে। শিশুটির স্বজনদের অভিযোগ, পূর্বশত্রুতার জেরে রাহাতের বন্ধুরা তাকে হত্যা করেছে। আজ বুধবার ভোরে নগরের চান্দগাঁও থানার হামিদচর এলাকায় কর্ণফুলীর তীরে কর্দমাক্ত অবস্থায় রাহাতের লাশ উদ্ধার
২১ মিনিট আগেকুষ্টিয়ার পৃথক স্থানে বজ্রপাতে দুজন নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে জহুরুল ইসলাম মৃধা (৪৫) ও মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের বিভাগ গ্রামের মফিজ উদ্দিনের
৩৫ মিনিট আগেরাজধানীর আফতাবনগর এলাকায় আবাসিক ভবনের দশতলা ছাদ থেকে পড়ে তাসকিয়া তানহা (১৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে স্বজনেরা মুমূর্ষু অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎ
১ ঘণ্টা আগে