Ajker Patrika

মিয়ানমার সীমান্তের ওপারে গুলিতে বাংলাদেশি নিহতের খবর

বান্দরবান ও নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
মিয়ানমার সীমান্তের ওপারে গুলিতে বাংলাদেশি নিহতের খবর

মিয়ানমারের অভ্যন্তরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার এক বাংলাদেশি যুবককে গুলিতে হত্যার খবর পাওয়া গেছে। আজ রোববার সকাল ৮টার দিকে নাইক্ষ্যংছড়ি ৪৮ নম্বর পিলারের সীমান্ত পিলারের ওপারে মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে। 

এ বিষয়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যদের বক্তব্য পাওয়া যায়নি। তবে গুলিতে নিহতের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সদস্য। 

নিহত আবুল কালাম (২৮) উপজেলার সদর ইউপির ৯ নম্বর ওয়ার্ড বামহাতির ছড়া গ্রামের মৃত বদিউজ্জামানের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আবুল কালাম মিয়ানমার থেকে অবৈধ পথে বাংলাদেশে গরু এনে ব্যবসা করতেন। অন্যদিনের মতো আজ গরু আনতে সীমান্তের ৪৮ নম্বর পিলারের প্রায় দুই কিলোমিটার ভেতর মিয়ানমারের ছেলির ঢালা নামক এলাকায় যায় তিনি। সেখানে দেশটির বিদ্রোহী আরাকান আর্মি (এএ) এক সদস্যের সঙ্গে কথা–কাটাকাটির একপর্যায়ে আবুল কালামের মাথায় গুলি করে আরকান আর্মির সদস্য। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। 

৪৮ নম্বর সীমান্ত পিলার এলাকায় সংঘটিত ঘটনার বিষয়ে জানতে সীমান্তের এ পয়েন্টে দায়িত্বরত ১১ বিজিবি অধিনায়ক সাহল আহমদ নোবেলকে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁরা ফোন রিসিভ করেননি। 

বিষয়টি নিশ্চিত করে সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার শামশুল আলম মো. নুরুল বলেন, ‘নিহত আবুল কালাম আমার এলাকার বলে জানা গেছে। লাশ ফেরত আনার চেষ্টা চলছে।’ 

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমন বলেন, ‘আজ রোববার সকালে ৯ নম্বর ওয়ার্ডের বাম হাতির ছড়া এলাকার এক ব্যাক্তিকে মিয়ানমারের অভ্যন্তরে গুলি করে হত্যা করা হয়েছে বলে শুনেছি।’ 

নাইক্ষ্যংছড়ি থানার এএসআই মরিয়ম আক্তার জানান, এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। খোঁজ নিয়ে বিস্তারিত পরে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত