কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ডংনালা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ২ নম্বর রাইখালী ইউনিয়নের ইউপি সদস্য উচ্হ্লা মারমা কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা। গতকাল বৃহস্পতিবার রাতে চন্দ্রঘোনা থানায় প্রধান শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা। তিনি মোবাইল ফোনে বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদককে বলেন, ‘ডংনালা উচ্চবিদ্যালয়ের নারী পরিচ্ছন্নতাকর্মী মাচিংউ মারমার স্কুলে চাকরি এমপিওভুক্ত হওয়ায় প্রথম বেতনের টাকা পেয়ে গত বৃহস্পতিবার শিক্ষকদের জন্য বিদ্যালয়ের একটি কক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে দু-তিনজন গণ্যমান্য ব্যক্তিকেও পরিচ্ছন্নতা কর্মী মাচিংউ মারমা দাওয়াত করেন।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘বেলা ১১টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি উচাহ্লা মারমা আমার কক্ষে প্রবেশ করে জানতে চান এখানে পিকনিক হচ্ছে কেন এবং সভাপতিকে দাওয়াত করা হয় নাই কেন। এ সময় বলি, স্কুলের চতুর্থ শ্রেণির এক কর্মচারী এমপিওভুক্ত হওয়ায় দুপুরে খাবারের আয়োজন করেন। তিনি কাকে দাওয়াত দিয়েছেন সে বিষয়ে আমার জানা নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সভাপতি আমাকে থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং নানাভাবে হুমকি দেন। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজেস ভট্টাচার্য প্রতিবাদ করলে তাঁকেও শাসান তিনি। নিরাপত্তাহীনতায় ভোগায় বৃহস্পতিবার রাত ৯টায় চন্দ্রঘোনা থানায় সভাপতির বিরুদ্ধে অভিযোগ করি।’
এদিকে শনিবার রাত ৮টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য উচালা মারমা সাংবাদিক পরিচয় পাওয়ার পর কথা বলবেন বলে কল কেটে দেন।
চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় স্কুলের প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য উচাহ্লা মারমাকে বৃহস্পতিবার রাত ১০টায় ডংনালা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ডংনালা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ২ নম্বর রাইখালী ইউনিয়নের ইউপি সদস্য উচ্হ্লা মারমা কর্তৃক শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার অভিযোগ করেছেন স্কুলের প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা। গতকাল বৃহস্পতিবার রাতে চন্দ্রঘোনা থানায় প্রধান শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনছারুল করিম বিষয়টি নিশ্চিত করেন।
গত বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে বলে জানান প্রধান শিক্ষক মিথুন কান্তি সাহা। তিনি মোবাইল ফোনে বৃহস্পতিবার রাতে এই প্রতিবেদককে বলেন, ‘ডংনালা উচ্চবিদ্যালয়ের নারী পরিচ্ছন্নতাকর্মী মাচিংউ মারমার স্কুলে চাকরি এমপিওভুক্ত হওয়ায় প্রথম বেতনের টাকা পেয়ে গত বৃহস্পতিবার শিক্ষকদের জন্য বিদ্যালয়ের একটি কক্ষে মধ্যাহ্নভোজের আয়োজন করেন। সেখানে দু-তিনজন গণ্যমান্য ব্যক্তিকেও পরিচ্ছন্নতা কর্মী মাচিংউ মারমা দাওয়াত করেন।’
প্রধান শিক্ষক আরও বলেন, ‘বেলা ১১টায় স্কুল পরিচালনা কমিটির সভাপতি উচাহ্লা মারমা আমার কক্ষে প্রবেশ করে জানতে চান এখানে পিকনিক হচ্ছে কেন এবং সভাপতিকে দাওয়াত করা হয় নাই কেন। এ সময় বলি, স্কুলের চতুর্থ শ্রেণির এক কর্মচারী এমপিওভুক্ত হওয়ায় দুপুরে খাবারের আয়োজন করেন। তিনি কাকে দাওয়াত দিয়েছেন সে বিষয়ে আমার জানা নাই। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সভাপতি আমাকে থাপ্পড় মেরে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং নানাভাবে হুমকি দেন। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক রাজেস ভট্টাচার্য প্রতিবাদ করলে তাঁকেও শাসান তিনি। নিরাপত্তাহীনতায় ভোগায় বৃহস্পতিবার রাত ৯টায় চন্দ্রঘোনা থানায় সভাপতির বিরুদ্ধে অভিযোগ করি।’
এদিকে শনিবার রাত ৮টায় মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ইউপি সদস্য উচালা মারমা সাংবাদিক পরিচয় পাওয়ার পর কথা বলবেন বলে কল কেটে দেন।
চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম বলেন, বৃহস্পতিবার রাত ৯টায় স্কুলের প্রধান শিক্ষক থানায় একটি অভিযোগ দায়ের করেন এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে নিয়মিত মামলা দায়ের করা হয়। পুলিশ অভিযুক্ত ইউপি সদস্য উচাহ্লা মারমাকে বৃহস্পতিবার রাত ১০টায় ডংনালা এলাকা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আজ শুক্রবার তাঁকে আদালতে সোপর্দ করা হবে।
রাজধানীর ফকিরাপুলে প্রাইভেটকারের ধাক্কায় মতিন মিয়া (৩৫) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ফকিরাপুল মোড়ে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১৩ মিনিট আগেনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মারীখালী নদী থেকে অজ্ঞাত এক নারীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের জিয়ানগর এলাকায় মারীখালি নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
৩৮ মিনিট আগেআলু সংরক্ষণ করা নিয়ে বিপাকে পড়েছেন বগুড়ার কৃষকেরা। পর্যাপ্ত হিমাগার না থাকায় কৃষকের বাড়িতেই আলু নষ্ট হয়ে যাচ্ছে। ফলে কম দামে আলু বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। যে কারণে আলু চাষ করে লোকসান গুনতে হচ্ছে এই অঞ্চলের কৃষকদের।
১ ঘণ্টা আগেগাজীপুরের শ্রীপুরে ঘুমন্ত মাদকাসক্ত ছেলেকে ধারালো বটি দিয়ে গলা কেটে হত্যার পর থানায় এসে বৃদ্ধ বাবা আত্মসমর্পণ করেছেন। মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এঘটনা ঘটিয়েছেন বলে জানিয়েছেন বৃদ্ধ বাবা। বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।
১ ঘণ্টা আগে