Ajker Patrika

বিপৎসীমা ছুঁই ছুঁই কাপ্তাই হ্রদের পানি, রাতে বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত

রাঙামাটি প্রতিনিধি
বিপৎসীমা ছুঁই ছুঁই কাপ্তাই হ্রদের পানি, রাতে বাঁধ খুলে দেওয়ার সিদ্ধান্ত

কাপ্তাই হ্রদের পানি বাড়ায় বাংলাদেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র কাপ্তাই পানির বাঁধটি ঝুঁকির মুখে পড়েছে। বাঁধে পানির চাপ কমাতে স্লুইসগেটের ১৬টি দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাঁধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। আজ শনিবার রাত ১০টায় বাঁধের ১৬টি দরজা খুলে দেওয়া হবে।

কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক এ টি এম আবদুজ্জাহের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

১৬টি দরজার প্রতিটি দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। ফলে প্রতি সেকেন্ডে ৯ হাজার কিউসেক পানি অপসারিত হবে বাঁধ থেকে। বর্তমানে পাঁচটি বিদ্যুৎ উৎপাদন ইউনিট দিয়ে সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি অপসারণ হচ্ছে।

বাঁধ কতৃপক্ষের বিজ্ঞপ্তি। ছবি: সংগৃহীতবিজ্ঞপ্তিতে বলা হয়, বাঁধের পানি ধারণক্ষমতা ১০৯ ফুট এমএসএল, সেখানে বর্তমানে পানি হয়েছে ১০৭.৬৬ ফুট এমএসএল। যা বিপৎসীমার কাছাকাছি। 
ব্যবস্থাপক বিবৃতিতে জানান, বেগ আরও বাড়লে পানি ছাড়ার সময় ও পরিমাণ বাড়ানো হবে।

প্রসঙ্গত, ১৯৬০ সালে কাপ্তাই এলাকায় কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হয়। কর্ণফুলী, রাইক্যং, কাচালং, মাইনী ও চেঙ্গি নদী হয়ে পানি জমে কাপ্তাই হ্রদে। সম্প্রতি এসব নদীর উপরিভাগে ব্যাপক বন্যা দেখা দেওয়ায় এসব পানি এসে জমা হয়েছে কাপ্তাই হ্রদে। তাতে তলিয়ে যায় ঝুলন্ত সেতুসহ হাজারো ঘরবাড়ি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত