Ajker Patrika

ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়িতে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মিম আক্তার (২) ও জান্নাতুল নিসা (২) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলার লেলাং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড কামারপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার মো. নজরুলের মেয়ে মিম আক্তার (২) ও তাঁর ছোট ভাই মো. ফারুকের মেয়ে জান্নাতুল নিসা (২)। তারা দুজনেই আপন চাচাতো বোন। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত মিম আক্তার ও জান্নাতুল নিসা সকাল থেকে বাড়ির অদূরে খেলা করছিল। হঠাৎ খেলতে খেলতে তারা বাড়ির পাশে পুকুরে পড়ে ডুবে যায়। তাদের একজনের মা এই দৃশ্য দেখে দুজনকে পুকুরের পানিতে থেকে উদ্ধার করে নাজিরহাটস্থ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক দুই বোনকে মৃত ঘোষণা করেন। 
 
স্থানীয় লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরোয়ার উদ্দিন চৌধুরী শাহীন জানান, দুই বোনের মৃত্যুর ঘটনা খুবই দুঃখজনক। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত