কর্ণফুলী(চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের কর্ণফুলীতে দখল করে নেওয়া একটি বসতভিটা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ অক্টোবর একই এলাকার মোহাম্মদ মামুনের পরিবারের প্রতিবেশী সোলাইমান মাঝির ছেলে জসিম, ফারুক ও মন্নানের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করে বসতভিটা দখলে নিয়ে বের করে দেন। সেই থেকে এক মাস ধরে মামুন তাঁর পরিবার নিয়ে ভয়ে ঘর ছাড়া রয়েছেন। ঘর ফিরে পেতে ১৬ অক্টোবর থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি পরিবারটি। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় স্থানীয় কোনো মান্যগণ্য ব্যক্তির সালিস বৈঠকেও বসছে না। অসহায় এ পরিবারকে তাঁদের বসতভিটা ফিরিয়ে দিতে এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থায় প্রশাসনের সহযোগিতা কামনা করা হচ্ছে।
ভুক্তভোগী মোহাম্মদ মামুন বলেন, ‘রাতের আঁধারে সোলাইমান মাঝির ছেলে জসিম, ‘ফারুক ও মন্নানের নেতৃত্বে হামলা চালিয়ে আমাদের মারধর করে বসতভিটা দখলে নিয়ে বের করে দেন। পুরো পরিবারকে নিয়ে বাইরে দিন কাটাতে হচ্ছে আমাদের। প্রাণনাশের হুমকির ভয়ে নিজের এলাকায়ও থাকতে পারছি না আমরা। প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
অভিযোগের বিষয়ে জসিম বলেন, ‘ঘর দখলের অভিযোগ মিথ্যা। আমাদের বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে।’
স্থানীয় সালিস বৈঠকের সর্দার নুর শরীফ সওদাগর বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক বৈঠকের মাধ্যমে সমাধানে চেষ্টা করি। কিন্তু সোলাইমান মাঝির পরিবারের কেউ বৈঠকে আসে না। ভুক্তভোগী পরিবারটি খুব অসহায় জীবনযাপন করছে।’
মানববন্ধনে বক্তারা একই এলাকার মো. নেজাম উদ্দিন ও মোহাম্মদ মামুনের বসতভিটা উদ্ধার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিও জানান। মানববন্ধন ও বিক্ষোভে শতাধিক লোক অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. নেজাম উদ্দিন, মোহাম্মদ মামুন, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফি, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ রকি, নুর শরীফ সওদাগর, মামুন সওদাগর।
চট্টগ্রামের কর্ণফুলীতে দখল করে নেওয়া একটি বসতভিটা ফিরে পেতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। আজ শুক্রবার সকালে উপজেলার জুলধা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১ অক্টোবর একই এলাকার মোহাম্মদ মামুনের পরিবারের প্রতিবেশী সোলাইমান মাঝির ছেলে জসিম, ফারুক ও মন্নানের নেতৃত্বে হামলা চালিয়ে মারধর করে বসতভিটা দখলে নিয়ে বের করে দেন। সেই থেকে এক মাস ধরে মামুন তাঁর পরিবার নিয়ে ভয়ে ঘর ছাড়া রয়েছেন। ঘর ফিরে পেতে ১৬ অক্টোবর থানায় অভিযোগ করেও কোনো প্রতিকার পায়নি পরিবারটি। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় স্থানীয় কোনো মান্যগণ্য ব্যক্তির সালিস বৈঠকেও বসছে না। অসহায় এ পরিবারকে তাঁদের বসতভিটা ফিরিয়ে দিতে এবং অপরাধীদের শাস্তির ব্যবস্থায় প্রশাসনের সহযোগিতা কামনা করা হচ্ছে।
ভুক্তভোগী মোহাম্মদ মামুন বলেন, ‘রাতের আঁধারে সোলাইমান মাঝির ছেলে জসিম, ‘ফারুক ও মন্নানের নেতৃত্বে হামলা চালিয়ে আমাদের মারধর করে বসতভিটা দখলে নিয়ে বের করে দেন। পুরো পরিবারকে নিয়ে বাইরে দিন কাটাতে হচ্ছে আমাদের। প্রাণনাশের হুমকির ভয়ে নিজের এলাকায়ও থাকতে পারছি না আমরা। প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’
অভিযোগের বিষয়ে জসিম বলেন, ‘ঘর দখলের অভিযোগ মিথ্যা। আমাদের বিরুদ্ধে কিছু লোক ষড়যন্ত্র করছে।’
স্থানীয় সালিস বৈঠকের সর্দার নুর শরীফ সওদাগর বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে একাধিকবার সামাজিক বৈঠকের মাধ্যমে সমাধানে চেষ্টা করি। কিন্তু সোলাইমান মাঝির পরিবারের কেউ বৈঠকে আসে না। ভুক্তভোগী পরিবারটি খুব অসহায় জীবনযাপন করছে।’
মানববন্ধনে বক্তারা একই এলাকার মো. নেজাম উদ্দিন ও মোহাম্মদ মামুনের বসতভিটা উদ্ধার ও ভুক্তভোগী পরিবারের নিরাপত্তার দাবিও জানান। মানববন্ধন ও বিক্ষোভে শতাধিক লোক অংশ নেন। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী মো. নেজাম উদ্দিন, মোহাম্মদ মামুন, স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ শফি, স্থানীয় বাসিন্দা মোহাম্মদ তৈয়ব, মোহাম্মদ ইউনুস, মোহাম্মদ লোকমান, মোহাম্মদ রকি, নুর শরীফ সওদাগর, মামুন সওদাগর।
সহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
১ মিনিট আগেনাটোর-বগুড়া মহাসড়কে সিংড়ার শেরকোল এলাকায় ধানের ট্রাক থেকে চাঁদাবাজির সময় বিএনপি নেতাসহ তিনজনকে আটক করেছেন সেনাবাহিনী সদস্যরা। আটককৃতরা হলেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ইউনিয়ন যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ ও জয়নাল আবেদীনের অনুসারী মিলন হোসেন। আটকের পর তাদেরকে...
৪২ মিনিট আগেনোয়াখালী জেলা শহর মাইজদীর হাউজিং এলাকা থেকে মিরাজ হোসেন শান্ত নামে এক যুবলীগ নেতাকে অবরুদ্ধ করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। মঙ্গলবার রাত ১১টার দিকে হাউজিং সরকারি আবাসিক এলাকার সামনে থেকে তাকে আটক করা হয়।
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৮ ঘণ্টা আগে