Ajker Patrika

ফটিকছড়িতে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৩১
ফটিকছড়িতে আবারও সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২

চট্টগ্রামের ফটিকছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চা-পাতা বহনকারী লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে মুহাম্মদ হেদায়েতুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধ মারা যান। আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। 

নিহত হেদায়েতুল্লাহ কুমিল্লা জেলার চাঁদপুর থানার মৃত আবদুল গণির ছেলে। কামলা হিসেবে কাজ খোঁজার জন্য ফটিকছড়িতে এসেছিলেন। অন্যদিকে আহত দুই ব্যক্তি হলেন মুহাম্মদ রাজু (২৫) ও মুহাম্মদ কাইয়ুম (২৫)। 

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক টুম্পা ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে। হতাহতদের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। 

উল্লেখ্য, এর আগে সোমবার দুপুরে উপজেলার ভুজপুরে খৈয়াপুকিয়া সড়কে নসিমন-করিমনের মুখোমুখি সংঘর্ষে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত