ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চা-পাতা বহনকারী লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে মুহাম্মদ হেদায়েতুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধ মারা যান। আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হেদায়েতুল্লাহ কুমিল্লা জেলার চাঁদপুর থানার মৃত আবদুল গণির ছেলে। কামলা হিসেবে কাজ খোঁজার জন্য ফটিকছড়িতে এসেছিলেন। অন্যদিকে আহত দুই ব্যক্তি হলেন মুহাম্মদ রাজু (২৫) ও মুহাম্মদ কাইয়ুম (২৫)।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক টুম্পা ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে। হতাহতদের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সোমবার দুপুরে উপজেলার ভুজপুরে খৈয়াপুকিয়া সড়কে নসিমন-করিমনের মুখোমুখি সংঘর্ষে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়।
চট্টগ্রামের ফটিকছড়িতে ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলা সদর বিবিরহাট খাজা গাউসিয়া মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি অটোরিকশা রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চা-পাতা বহনকারী লরিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রী গুরুতর আহত হন। সেখান থেকে তাঁদের উদ্ধার করে নাজিরহাটের উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিলে মুহাম্মদ হেদায়েতুল্লাহ (৬৪) নামের এক বৃদ্ধ মারা যান। আহত অপর দুজনের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়ে দেন। বর্তমানে তাঁরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত হেদায়েতুল্লাহ কুমিল্লা জেলার চাঁদপুর থানার মৃত আবদুল গণির ছেলে। কামলা হিসেবে কাজ খোঁজার জন্য ফটিকছড়িতে এসেছিলেন। অন্যদিকে আহত দুই ব্যক্তি হলেন মুহাম্মদ রাজু (২৫) ও মুহাম্মদ কাইয়ুম (২৫)।
উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক টুম্পা ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাসুদ ইবনে আনোয়ার বলেন, দুর্ঘটনাকবলিত সিএনজি অটোরিকশাটি আটক করা হয়েছে। হতাহতদের পরিবার অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে সোমবার দুপুরে উপজেলার ভুজপুরে খৈয়াপুকিয়া সড়কে নসিমন-করিমনের মুখোমুখি সংঘর্ষে ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়।
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে অবস্থিত তৈরি পোশাক কারখানা এম এম নিটওয়্যার ও মামুন নিটওয়্যার লিমিটেড শ্রমিক বিক্ষোভের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আজ বুধবার সকাল ৮টায় শ্রমিকেরা কারখানার গেটে টানানো বন্ধ ঘোষণার নোটিশ দেখতে পান। নোটিশ দেখার পর শ্রমিকদের মধ্যে চাপা উত্তেজনা...
৯ মিনিট আগেকারও হাতে খাতা, কারও বইয়ের ভাঁজে গুঁজে রাখা কলম। হঠাৎ হাওয়ার ঝাপটা এসে উড়িয়ে দেয় কাগজ। মাথায় হাত দিয়ে ধরে রাখতে হয় বই। শিক্ষক একটু থেমে যান। শব্দ থেমে যায়। কয়েক সেকেন্ড পরে আবারও
৩০ মিনিট আগে২০০১ সালের ১৪ এপ্রিল রমনা বটমূলে পয়লা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনা ঘটে। ওই হামলায় ঘটনাস্থলেই নয়জন নিহত হন। হাসপাতালে মারা যান আরও একজন। রমনা বটমূলে বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় ২০১৪ সালের ২৩ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে মুফতি হান্নানসহ আটজনের মৃত্যুদণ্ড এবং ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ ঘণ্টা আগেগাজীপুরের টঙ্গীতে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে শ্রমিক বিক্ষোভ করছেন। আজ বুধবার সকাল ১০টা থেকে টঙ্গীর খাঁ-পাড়া এলাকার সিজন্স ড্রেসেস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।
১ ঘণ্টা আগে