Ajker Patrika

রাউজানে পরিত্যক্ত কক্ষ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ৩২
রাউজানে পরিত্যক্ত কক্ষ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

চট্টগ্রামের রাউজানে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ফরেস্ট অফিসসংলগ্ন সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়ির পূর্ব পাশের একটি পরিত্যক্ত কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। 

নিহতের নাম মো. ইউসুফ মিয়া (৬৫)। তিনি রাউজান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর পরিবার জানায়, গতকাল দুপুরে ঘর থেকে বের হয়। এরপরে তিনি আর বাড়িতে যাননি। 

স্থানীয়রা জানান, ইউসুফ সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর বাগানবাড়িসহ বিভিন্ন স্থানে দিনমজুরি কাজ করতেন। 

রাউজান থানার উপপরিদর্শক নাফিজুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ডান কাঁধের পেছনের অংশে আঘাতের চিহ্ন আছে।’

লাশের নিচে রক্ত ছিলও বলে দাবি তাঁর। তবে কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত নিশ্চিত হওয়া সম্ভব নয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত