হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীতে ষাটোর্ধ্ব মো. আবু তাহেরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। নিহতের বসতঘরের পাশে বাঁশ দিয়ে তৈরি করা একটি মাচা ভেঙে ফেলার জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ আরও চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—আবু তাহেরের স্ত্রী নূরনাহার বেগম (৬০), তাঁর ছেলে মোহাম্মদ আজম (৩৫), পুত্রবধূ (অন্তঃসত্ত্বা) বিবি রহিমা (২০) ও এমি (২৮) নামে একজন।
আবু তাহের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়ি প্রকাশ আকবর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আজম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের ভাই মো. ইউসুফ প্রকাশ দুদু মিয়াকে। মামলার অন্য আসামিরা হলেন—তাঁর ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু, মো. আকিব, স্ত্রী জোহরা বেগম ও পুত্রবধূ নাছিমা আক্তার।
পুলিশ জোহরা বেগমকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের সামনে পুকুরের পাশে বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করেন মো. ইউসুফের ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু। দিনের বেলায় যখন বাড়ির নারীরা ওই পুকুরে গোসল করতে যান তখন ইবলু তাঁর সহযোগীদের নিয়ে ওই মাচায় বসে অশালীন মন্তব্য করেন। কখনো কখনো মাদক সেবন করেন। এ কারণে তাহেরের ছেলে আজম মাচাটি ভেঙে দেন।
ওই ঘটনার জের ধরে অভিযুক্ত মো. ইউসুফ ও ইবলু তাঁর আপন চাচা আবু তাহের, চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে তাঁরা বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আবু তাহেরসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আপন ভাই মো. ইউসুফ ও তাঁর ছেলে আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রধান আসামির স্ত্রী জোহরা বেগমকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
চট্টগ্রামের হাটহাজারীতে ষাটোর্ধ্ব মো. আবু তাহেরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁরই আপন ভাই ও ভাতিজাদের বিরুদ্ধে। নিহতের বসতঘরের পাশে বাঁশ দিয়ে তৈরি করা একটি মাচা ভেঙে ফেলার জের ধরে গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারীসহ আরও চারজন আহত হয়েছেন। তাঁরা হলেন—আবু তাহেরের স্ত্রী নূরনাহার বেগম (৬০), তাঁর ছেলে মোহাম্মদ আজম (৩৫), পুত্রবধূ (অন্তঃসত্ত্বা) বিবি রহিমা (২০) ও এমি (২৮) নামে একজন।
আবু তাহের উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের লোহারপোল বাজারের পশ্চিমে মাওলানা মনসুর আলীর নতুন বাড়ি প্রকাশ আকবর বাড়ির মৃত আবুল কাশেমের ছেলে।
এ ঘটনায় নিহতের ছেলে মোহাম্মদ আজম বাদী হয়ে হাটহাজারী মডেল থানায় পাঁচজনের নাম উল্লেখসহ আরও ৩-৪ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা করেছেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে নিহতের ভাই মো. ইউসুফ প্রকাশ দুদু মিয়াকে। মামলার অন্য আসামিরা হলেন—তাঁর ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু, মো. আকিব, স্ত্রী জোহরা বেগম ও পুত্রবধূ নাছিমা আক্তার।
পুলিশ জোহরা বেগমকে গ্রেপ্তার করেছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, বসতঘরের সামনে পুকুরের পাশে বাঁশ দিয়ে একটি মাচা তৈরি করেন মো. ইউসুফের ছেলে সাজ্জাত হোসেন প্রকাশ ইবলু। দিনের বেলায় যখন বাড়ির নারীরা ওই পুকুরে গোসল করতে যান তখন ইবলু তাঁর সহযোগীদের নিয়ে ওই মাচায় বসে অশালীন মন্তব্য করেন। কখনো কখনো মাদক সেবন করেন। এ কারণে তাহেরের ছেলে আজম মাচাটি ভেঙে দেন।
ওই ঘটনার জের ধরে অভিযুক্ত মো. ইউসুফ ও ইবলু তাঁর আপন চাচা আবু তাহের, চাচাতো ভাই এবং চাচাতো ভাইয়ের স্ত্রীকে পিটিয়ে জখম করেন। পরিবারের সদস্যরা আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিতে চাইলে তাঁরা বাধা দেন। পরে স্থানীয়দের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে আবু তাহেরসহ অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. নিলয় আবু তাহেরকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘আপন ভাই মো. ইউসুফ ও তাঁর ছেলে আবু তাহেরকে পিটিয়ে হত্যা করেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় প্রধান আসামির স্ত্রী জোহরা বেগমকে গ্রেপ্তারের পর রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।’
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল। জুলাই-আগস্ট অভ্যুত্থানের পর ডিসি রদবদল হলে সেই উদ্ধার করা জায়গা আরেক দখলদারের
৪ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৪ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৪ ঘণ্টা আগে