Ajker Patrika

পটিয়ায় রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
পটিয়ায় রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় এক রিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বেলা এগারোটার দিকে জরুরি সেবা সার্ভিস ৯৯৯-এ ফোন পেয়ে ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত আলী আহমদ (৫৫) ভাটিখাইন ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের করল এলাকার দলিল মাস্টারের বাড়ির মৃত মনির আহমদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা গলাকাটা লাশটি দেখতে পেয়ে ৯৯৯-এ ফোন করে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম বলেন, ‘ভাটিখাইন ইউনিয়নের আনোয়ারা সড়কের পাশ থেকে গলাকাটা অবস্থায় আলী আহমদ নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’ এ ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের জন্য পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর রমজান মাসে সেহেরির সময় মানুষের ঘুম ভাঙানোর জন্য ডাকতেন। আজ সেই মানুষটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তাঁরা এর রহস্য উদ্‌ঘাটন ও দ্রুত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত