Ajker Patrika

জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় কুমিল্লায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি
জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় কুমিল্লায় জরিমানা

অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ ও জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগে কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মা. আছাদুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

অভিযানে নগরীর পুলিশ লাইন জেল খানা সড়কের সালাউদ্দিনের অকটেন-ডিজেলের দোকানকে পরিমাণে কম দেওয়ায় ১০ হাজার টাকা, সদরের ঝাগুরজুলি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত সংরক্ষণ করার দায়ে আম্মাজান হোটেলকে পাঁচ হাজার টাকা ও কুমিল্লা হাইওয়ে হোটেলকে আট হাজার টাকা জরিমানা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত