Ajker Patrika

বাংলাদেশ পন্থার মধ্যেই আমরা বাংলাদেশ বিনির্মাণ করব: নাহিদ ইসলাম

বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা
বান্দরবানে সমাবেশে বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি: আজকের পত্রিকা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘বাংলাদেশে বহু জাতিগোষ্ঠী রয়েছে, আমরা সংবিধানে সব জাতিগোষ্ঠীকে সমান স্বীকৃতি দিতে পারিনি। মুজিববাদ নানা কায়দায় বিভাজন করে রেখেছে। বাংলাদেশ পন্থার মধ্যেই আমরা বাংলাদেশ বিনির্মাণ করব।’

‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ স্লোগানকে সামনে রেখে শনিবার (১৯ জুলাই) বান্দরবানের সমাবেশে নাহিদ এসব কথা বলেন। প্রথমবারের মতো আজ বান্দরবানে আসেন এনসিপির শীর্ষ নেতারা।

শনিবার রাত সাড়ে ৮টার পর জেলা শহরের সোনালী ব্যাংক এলাকায় এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, ‘বাংলাদেশে একটি নতুন সংবিধান বানাতে হবে। বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্যে সমস্যা রয়েছে। রাজনৈতিক দলগুলো তাদের ক্যাডারদের সুবিধা দিয়েছে, সাধারণ মানুষদের বঞ্চিত করেছে।’

দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘৭২-পরবর্তীতে বিভিন্ন জাতিসত্তাকে স্বীকৃতি না দিয়ে বাঙালি বানাতে চেয়েছিল। পাহাড়কে অস্থিতিশীল করার চক্রান্ত করা হয়, বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা জাতিগত বিভাজন দূর করে মর্যাদা প্রতিষ্ঠা করব। যারা লুটপাট করেছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।’

সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপি নেতা সামান্তা শারমিন, তাসনীম জারা, নাহিদা সরোয়ার নিভা, চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, এনসিপি নেতা ইমন সৈয়দ প্রমুখ।

এনসিপির বান্দরবান জেলার প্রধান সমন্বয়কারী মো. শহীদুর রহমান সোহেল বলেন, জাতীয় নেতাদের আগমনে বান্দরবানে এনসিপি আরও শক্তিশালী হবে।

এদিকে পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে জেলার সাত উপজেলা থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে শত শত নেতা-কর্মী সমাবেশে যোগ দেন। সমাবেশ উপলক্ষে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত