কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচন- সমালোচনার ঝড় ওঠে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজমুল মোস্তফা ওরফে আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে।
সিসিটিভি ফুটেজে নাজমুল মোস্তফাকে টোলকর্মীর টি-শার্টের কলার ধরে টানতে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, এতে বড় ধরনের ক্ষতি না হলেও এ ধরনের আচরণ নিন্দনীয়। তিনি আরও বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজমুল মোস্তফা আমিন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যানজটের কারণে আরও অনেক যাত্রীর সঙ্গে তাঁরা (টোলকর্মী) ঝগড়াঝাঁটি করছিলেন। আমি গাড়ি থেকে নেমে তাঁদের শান্ত করে ক্যাশ টাকা দিয়ে নামাজ পড়তে চলে যাই। জুমার নামাজ শেষের পথে তখন। আমি কাউকে লাঞ্ছিত বা মারধর করিনি এবং অনেকে বলছেন, আমি মেয়র সাহেবের সঙ্গে থাকা গাড়িতে ছিলাম। মেয়র সাহেব আসছেন এর দেড় ঘণ্টা পরে।’
টোল নিতে দেরি হওয়ায় চট্টগ্রামের শাহ আমানত সেতুর টোল প্লাজায় কর্মরত এক টোলকর্মীকে (কম্পিউটার অপারেটর) লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে বিএনপির এক নেতার বিরুদ্ধে। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে।
গতকাল রোববার (২৬ জানুয়ারি) রাতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচন- সমালোচনার ঝড় ওঠে।
অভিযুক্ত বিএনপি নেতার নাম নাজমুল মোস্তফা ওরফে আমিন। তিনি লোহাগাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক। এ ছাড়া তিনি জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক বলেও জানা গেছে।
সিসিটিভি ফুটেজে নাজমুল মোস্তফাকে টোলকর্মীর টি-শার্টের কলার ধরে টানতে এবং কম্পিউটারের মনিটরে আঘাত করতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেনসহ বিএনপির নেতা-কর্মীরা গাড়িবহর নিয়ে সাতকানিয়া উপজেলায় যাচ্ছিলেন। গাড়িগুলো ধীরে ধীরে টোল প্লাজা অতিক্রম করছিল। টোল নিতে দেরি হওয়ায় নাজমুল মোস্তফা গাড়ি থেকে নেমে টোল প্লাজার বুথে প্রবেশ করেন এবং এক টোলকর্মীর ওপর ক্ষুব্ধ হন। ওই সময় ওই টোলকর্মীকে শাসানোর পাশাপাশি তাঁর টি-শার্টের কলার ধরে লাঞ্ছিত করেন নাজমুল মোস্তফা। টোল প্লাজার বুথে থাকা কম্পিউটারের মনিটরে আঘাতও করেন তিনি। ঘটনার আকস্মিকতায় টোল বক্সে কর্তব্যরত অন্যান্য কর্মীরাও আতঙ্কিত হয়ে পড়েন।
এ বিষয়ে ইজারাদার প্রতিষ্ঠান সেল-ভ্যান জেভির প্রকল্প ব্যবস্থাপক সুমন ঘোষ বলেন, এতে বড় ধরনের ক্ষতি না হলেও এ ধরনের আচরণ নিন্দনীয়। তিনি আরও বলেন, বিষয়টি সড়ক ও জনপথ বিভাগকে (সওজ) জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে নাজমুল মোস্তফা আমিন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘যানজটের কারণে আরও অনেক যাত্রীর সঙ্গে তাঁরা (টোলকর্মী) ঝগড়াঝাঁটি করছিলেন। আমি গাড়ি থেকে নেমে তাঁদের শান্ত করে ক্যাশ টাকা দিয়ে নামাজ পড়তে চলে যাই। জুমার নামাজ শেষের পথে তখন। আমি কাউকে লাঞ্ছিত বা মারধর করিনি এবং অনেকে বলছেন, আমি মেয়র সাহেবের সঙ্গে থাকা গাড়িতে ছিলাম। মেয়র সাহেব আসছেন এর দেড় ঘণ্টা পরে।’
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৬ ঘণ্টা আগে