নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকায় যুবলীগের কর্মী মাসুদ কায়সারকে গুলি করে হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ বেগম নাজমুন নাহার শুনানি শেষে এই আদেশ দেন।
গত বছরের ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কে রিকশায় বাসায় ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনিস ও যুবলীগের কর্মী মাসুদ কায়সারের ওপর হামলা চালায় মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা। সেখানে তারা আনিসকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এরপর বায়েজিদ থানার শিকারপুরে মাসুদকে পেয়ে সেখানে তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। জোড়া খুনের এ ঘটনায় বায়েজিদ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা করা হয় নিহতদের পরিবারের পক্ষ থেকে। হাটহাজারী থানায় হওয়া হত্যা মামলায় সাজ্জাদসহ চারজনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজকে আসামি করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান বলেন, আসামি সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন হাটহাজারী থানার হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত এইট মার্ডারের মাধ্যমে আলোচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী। গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের পর চট্টগ্রামের বায়েজিদ ও হাটহাজারী থানা এলাকায় আতঙ্ক হয়ে ওঠেন ছোট সাজ্জাদ।
চট্টগ্রামে হাটহাজারীর পশ্চিম কুয়াইশ এলাকায় যুবলীগের কর্মী মাসুদ কায়সারকে গুলি করে হত্যার মামলায় শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রামের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ বেগম নাজমুন নাহার শুনানি শেষে এই আদেশ দেন।
গত বছরের ২৮ আগস্ট চট্টগ্রাম নগরীর অক্সিজেন-কুয়াইশ সড়কে রিকশায় বাসায় ফেরার পথে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আনিস ও যুবলীগের কর্মী মাসুদ কায়সারের ওপর হামলা চালায় মোটরসাইকেলে করে আসা অস্ত্রধারী সন্ত্রাসীরা। সেখানে তারা আনিসকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এরপর বায়েজিদ থানার শিকারপুরে মাসুদকে পেয়ে সেখানে তাঁকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। জোড়া খুনের এ ঘটনায় বায়েজিদ ও হাটহাজারী থানায় পৃথক দুটি মামলা করা হয় নিহতদের পরিবারের পক্ষ থেকে। হাটহাজারী থানায় হওয়া হত্যা মামলায় সাজ্জাদসহ চারজনের নামোল্লেখ করে ও অজ্ঞাতনামা দুজকে আসামি করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশের পরিদর্শক (প্রসিকিউশন) হাবিবুর রহমান বলেন, আসামি সাজ্জাদকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন হাটহাজারী থানার হত্যা মামলাটির তদন্ত কর্মকর্তা। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত এইট মার্ডারের মাধ্যমে আলোচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলী খানের অনুসারী। গত বছরের আগস্টে গণ-অভ্যুত্থানের পর চট্টগ্রামের বায়েজিদ ও হাটহাজারী থানা এলাকায় আতঙ্ক হয়ে ওঠেন ছোট সাজ্জাদ।
বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, এই ১০ বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে সে দেশের তুরা জেলা পুলিশ তাদের আটক করে। পরে রোববার বিকেলে নাকুগাঁও আইসিপি দিয়ে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। রাত সাড়ে ১০টার দিকে বিজিবি তাদের নালিতাবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
২৪ মিনিট আগে৯৬ ঘণ্টা পর আজ (১১ আগস্ট) সকাল ৭ টা থেকে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী কীর্তি নিশান চাকমা।
২৯ মিনিট আগেনিহত রুপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে ৭০০ জন অজ্ঞাতনামা আসামি দিয়ে গতকাল রোববার দুপুরে তারাগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর পুলিশ ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে রাতে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত চারজনকে গ্রেপ্তার করেন।
৩৩ মিনিট আগেচাঁদা দাবির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজাম উদ্দিনকে ফের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি। সোমবার (১১ আগস্ট) এনসিপি চট্টগ্রাম মহানগর শাখার যুগ্ম সমন্বয়কারী (দপ্তর) আরিফ মঈনুদ্দিন স্বাক্ষরিত একটি পত্রে এই কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে