Ajker Patrika

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

 নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নগরীর বিভিন্ন এলাকায় পুলিশের অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের ৩৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মঙ্গলবার (৪ মার্চ) রাত ১২টা থেকে বুধবার (৫ মার্চ) রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. উমর ফারুক ওরফে ফারুক (৪৫), জসিম উদ্দিন (৫২), মো. সাজ্জাদ হোসেন রিফাত ওরফে রাশেদ (২৫), মো. গোলজার হোসেন (৫৮), মো. হাসান মুরাদ (৪২), মো. আনোয়ার হোসেন (৪৫), মো. আবদুল আজিজ (৪৭), মো. মহসীন উদ্দিন টুকু (২৫), সালমান হাসান শাওন (৩০), মো. শাহিন কবির (২৭), জাওয়াদুল করিম খান (২০), মো. শাহিন কবির (২৭), মো. বেলাল হোসেন ওরফে রাশেদ হেলাল (৪০), মো. ইব্রাহিম (৩৪), মো. সোহাগ (৩৮), মো. সাকিব (১২), মো. নয়ন (১৯), মো. জাহিদুল ইসলাম (১৮), নাজিম উদ্দিন (৩০), মো. রাব্বি (১৯), মো. আবুল কাশেম (৪০), রবিউল হাসান ওরফে বাবু, মো. আজাদ (২২), মো. রাজু (৩০), মো. বাবলু (৩২), মো. নুরুল আবছার (৪৪), বিক্রম মিত্র (৪৫), জানে আলম ওরফে ফেরদৌস (৩৮), বিশ্বজিৎ নাথ (৫৩), মো. সুমন (৩২), মো. আরমান (৩৪), মো. ফয়সাল (৩৪) এবং একজন অজ্ঞাতনামা।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. ইমরান হোসেন জানান, আসামিদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাঁদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত