কক্সবাজার প্রতিনিধি
বঙ্গোপসাগরে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অসহযোগিতা করাকে কেন্দ্র করে কক্সবাজারের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের চৌকিতে স্থানীয়রা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেছেন বাহিনীর সদস্যরা।
এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে ট্রলার ও সন্ধ্যায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও কোস্টগার্ডের মধ্যে উত্তেজনার জেরে আজ বৃহস্পতিবার পর্যন্ত সেন্টমার্টিনে থমথম পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বীপের সব দোকানপাট বন্ধ দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয়রা ঘর থেকে তেমন বের হচ্ছেন না বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম।
তিনি বলেন, কোস্টগার্ড সদস্যরা দ্বীপে টহল জোরদার করেছেন। তবে আতঙ্কে দ্বীপের মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রলারডুবির পর কোস্ট গার্ডকে অবহিত করা হলেও তারা উদ্ধার তৎপরতা চালায়নি। পরে দ্বীপবাসী সার্ভিস বোট ও ফিশিং ট্রলার নিয়ে উদ্ধারে যেতে চাইলে কোস্ট গার্ডের সদস্যরা স্থানীয়দের বাধা দেন। তারপরও স্থানীয়রা জেলেদের উদ্ধারে সাগরে যান এবং ১১ জনকে উদ্ধার করেন। অপরজন নুর মোহাম্মদ সৈকত নামের এক তরুণের খোঁজ পাননি তাঁরা।
উদ্ধার ব্যক্তিদের নিয়ে ঘাটে ফিরলে কোস্ট গার্ডের সদস্যরা তাঁদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। তখন উদ্ধারে যাওয়া লোকজন ও স্থানীয়রা তাদের ছবি তুলতে বাধা দেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন কোস্ট গার্ডের চৌকিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। কোস্ট গার্ড এ সময় ফাঁকা গুলি ছুড়ে। এতে দ্বীপের কোনাপাড়ার করিম উল্লাহর ছেলে হামিদ হোসেন গুলিবিদ্ধ হন। তিনি সেন্টমার্টিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে গতকাল বুধবার দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মাঝসাগরে মাছ ধরার ট্রলারটি ১২ যাত্রী নিয়ে ডুবে যায়। স্থানীয়দের তৎপরতায় ১১ জন উদ্ধার হলেও সৈকত নিখোঁজ রয়েছেন। ওই তরুণকে খুঁজতে গিয়ে গতকাল সন্ধ্যায় স্পিডবোট ডুবে আরও দুই যুবক নিখোঁজ হন। নিখোঁজ দুজন হলেন সেন্টমার্টিনের আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) ও আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)।
আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এই দুই যুবকের খোঁজ মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি বলেন, বুধবার বেলা ৩টার দিকে শাহপরীর দ্বীপ ঘোলার চর থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মাঝসাগরে ট্রলার ডুবে যায়। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চালানো নিয়ে অসহযোগিতা করায় স্থানীয়দের সঙ্গে গতকাল কোস্ট গার্ডের ঝামেলা তৈরি হয়। একপর্যায়ে স্থানীয়রা কোস্ট গার্ডের চৌকিতে হামলা, ভাঙচুর চালায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিস্থিতি থমথমে ছিল।
মুজিবুর রহমান আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেন্টমার্টিন থেকে স্থানীয় বাসিন্দারা চারটি স্পিডবোটে করে উদ্ধার অভিযানে নামে। বুধবার বিকেল ৫টার দিকে ডুবে যাওয়া ট্রলারের ১১ জনকে জীবিত উদ্ধার করে সেন্টমার্টিন ফিরছিল স্পিডবোটগুলো। ট্রলারডুবিতে নিখোঁজ আরেকজনকে উদ্ধার করতে গিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। সেখানে ৬ জন ছিলেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ডুবে যাওয়া স্পিডবোটের ৪ জন সাঁতরিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকতে ওঠেন।
সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ৬৫ দিন মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার সময় সেন্টমার্টিনের সাদ্দাম হোসেনের মালিকানাধীন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ট্রলারটি সেন্টমার্টিনদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দুর্ঘটনার শিকার হয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, কোস্ট গার্ডের সঙ্গে স্থানীয়দের বিরোধ নিরসনে কাজ চলছে।
এ ব্যাপারে সেন্টমার্টিন কোস্ট গার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বঙ্গোপসাগরে ট্রলার ও স্পিডবোট ডুবির ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে অসহযোগিতা করাকে কেন্দ্র করে কক্সবাজারের সেন্টমার্টিনে কোস্ট গার্ডের চৌকিতে স্থানীয়রা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি করেছেন বাহিনীর সদস্যরা।
এতে একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল বুধবার দুপুরে ট্রলার ও সন্ধ্যায় স্পিডবোট ডুবির ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও কোস্টগার্ডের মধ্যে উত্তেজনার জেরে আজ বৃহস্পতিবার পর্যন্ত সেন্টমার্টিনে থমথম পরিস্থিতি বিরাজ করছে। সকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দ্বীপের সব দোকানপাট বন্ধ দেখা গেছে। জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয়রা ঘর থেকে তেমন বের হচ্ছেন না বলে জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম।
তিনি বলেন, কোস্টগার্ড সদস্যরা দ্বীপে টহল জোরদার করেছেন। তবে আতঙ্কে দ্বীপের মানুষজন ঘর থেকে বের হচ্ছেন না।
স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানা যায়, ট্রলারডুবির পর কোস্ট গার্ডকে অবহিত করা হলেও তারা উদ্ধার তৎপরতা চালায়নি। পরে দ্বীপবাসী সার্ভিস বোট ও ফিশিং ট্রলার নিয়ে উদ্ধারে যেতে চাইলে কোস্ট গার্ডের সদস্যরা স্থানীয়দের বাধা দেন। তারপরও স্থানীয়রা জেলেদের উদ্ধারে সাগরে যান এবং ১১ জনকে উদ্ধার করেন। অপরজন নুর মোহাম্মদ সৈকত নামের এক তরুণের খোঁজ পাননি তাঁরা।
উদ্ধার ব্যক্তিদের নিয়ে ঘাটে ফিরলে কোস্ট গার্ডের সদস্যরা তাঁদের সঙ্গে ছবি তোলার চেষ্টা করেন। তখন উদ্ধারে যাওয়া লোকজন ও স্থানীয়রা তাদের ছবি তুলতে বাধা দেন। একপর্যায়ে উত্তেজিত লোকজন কোস্ট গার্ডের চৌকিতে হামলা চালিয়ে ভাঙচুর করে। কোস্ট গার্ড এ সময় ফাঁকা গুলি ছুড়ে। এতে দ্বীপের কোনাপাড়ার করিম উল্লাহর ছেলে হামিদ হোসেন গুলিবিদ্ধ হন। তিনি সেন্টমার্টিনের একটি হাসপাতালে চিকিৎসাধীন।
এর আগে গতকাল বুধবার দুপুরে টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মাঝসাগরে মাছ ধরার ট্রলারটি ১২ যাত্রী নিয়ে ডুবে যায়। স্থানীয়দের তৎপরতায় ১১ জন উদ্ধার হলেও সৈকত নিখোঁজ রয়েছেন। ওই তরুণকে খুঁজতে গিয়ে গতকাল সন্ধ্যায় স্পিডবোট ডুবে আরও দুই যুবক নিখোঁজ হন। নিখোঁজ দুজন হলেন সেন্টমার্টিনের আজম আলীর ছেলে মো. ইসমাঈল (২৮) ও আবদুর রহমানের ছেলে মোহাম্মদ ফাহাদ (৩০)।
আজ বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত এই দুই যুবকের খোঁজ মেলেনি। বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান।
তিনি বলেন, বুধবার বেলা ৩টার দিকে শাহপরীর দ্বীপ ঘোলার চর থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে মাঝসাগরে ট্রলার ডুবে যায়। এ ঘটনায় উদ্ধার তৎপরতা চালানো নিয়ে অসহযোগিতা করায় স্থানীয়দের সঙ্গে গতকাল কোস্ট গার্ডের ঝামেলা তৈরি হয়। একপর্যায়ে স্থানীয়রা কোস্ট গার্ডের চৌকিতে হামলা, ভাঙচুর চালায়। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিস্থিতি থমথমে ছিল।
মুজিবুর রহমান আরও বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সেন্টমার্টিন থেকে স্থানীয় বাসিন্দারা চারটি স্পিডবোটে করে উদ্ধার অভিযানে নামে। বুধবার বিকেল ৫টার দিকে ডুবে যাওয়া ট্রলারের ১১ জনকে জীবিত উদ্ধার করে সেন্টমার্টিন ফিরছিল স্পিডবোটগুলো। ট্রলারডুবিতে নিখোঁজ আরেকজনকে উদ্ধার করতে গিয়ে একটি স্পিডবোট ডুবে যায়। সেখানে ৬ জন ছিলেন। গতকাল বুধবার রাত ৮টার দিকে ডুবে যাওয়া স্পিডবোটের ৪ জন সাঁতরিয়ে শাহপরীর দ্বীপ পশ্চিম সৈকতে ওঠেন।
সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বলেন, ৬৫ দিন মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞার সময় সেন্টমার্টিনের সাদ্দাম হোসেনের মালিকানাধীন এফবি সাদ্দাম টেকনাফ ঘাটে ছিল। নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর ট্রলারটি সেন্টমার্টিনদ্বীপের উদ্দেশ্যে রওনা দিয়ে দুর্ঘটনার শিকার হয়।
এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, কোস্ট গার্ডের সঙ্গে স্থানীয়দের বিরোধ নিরসনে কাজ চলছে।
এ ব্যাপারে সেন্টমার্টিন কোস্ট গার্ডের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৮ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১০ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৬ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৯ মিনিট আগে