চবি সংবাদদাতা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের জানালার গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েলকে আটক করে নিরাপত্তাকর্মীরা। পরে প্রক্টর বরাবর মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেয় প্রক্টরিয়াল বডি।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে গ্রিল চুরি করে বিক্রির জন্য ক্যাম্পাসের বাইরে নিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ জুয়েল। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং উপ গ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
প্রক্টর বরাবর দেওয়া মুচলেকায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল উল্লেখ বলেন, ‘এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি মোহাম্মদ জুয়েল, সেশন ১৭-১৮, ডিপার্টমেন্ট ব্যাংকিং ও বিমা, শাহজালাল হল, রুম নম্বর ৩৩৬-তে থাকি। ভুলবশত পরিত্যক্ত জানালার দুটি গ্রিল অটোরিকশাযোগে বিক্রির উদ্দেশ্যে শাহজালাল হল থেকে বাইরে নেওয়ার পথে জিরো পয়েন্ট গেটে আটকা পড়ি এবং প্রক্টর মহোদয় উপস্থিত হলে ভবিষ্যতে এ ধরনের কাজ করব না মর্মে অঙ্গীকার করলাম। যদি ভবিষ্যতে করি, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে, তা আমি স্বচ্ছন্দে মেনে নেব।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জুয়েল বলেন, ‘গ্রিল দুটি অনেক পুরোনো। এগুলো কোনো কাজে আসবে না ভেবে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে বিষয়টি অনেক বড় হয়ে যায়।’
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। আমাদের উপস্থিতিতে মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিক্ষার্থী শাহজালাল হল থেকে জানালার গ্রিল বাইরে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে আমাদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যাই। পরিত্যক্ত হোক আর যা-ই হোক, একজন শিক্ষার্থী কখনো বিশ্ববিদ্যালয়ের সম্পদ বাইরে নিয়ে যেতে পারে না। ভুল স্বীকার করে অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আবাসিক হলের জানালার গ্রিল চুরি করে নিয়ে যাওয়ার সময় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েলকে আটক করে নিরাপত্তাকর্মীরা। পরে প্রক্টর বরাবর মুচলেকা দিলে তাঁকে ছেড়ে দেয় প্রক্টরিয়াল বডি।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শাহজালাল হল থেকে গ্রিল চুরি করে বিক্রির জন্য ক্যাম্পাসের বাইরে নিয়ে যাচ্ছিলেন মোহাম্মদ জুয়েল। এ সময় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে নিরাপত্তা কর্মীরা তাঁকে আটক করেন।
অভিযুক্ত ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এবং উপ গ্রুপ সিক্সটি নাইনের অনুসারী বলে ক্যাম্পাসে পরিচিত।
প্রক্টর বরাবর দেওয়া মুচলেকায় ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুয়েল উল্লেখ বলেন, ‘এই মর্মে অঙ্গীকার করছি যে, আমি মোহাম্মদ জুয়েল, সেশন ১৭-১৮, ডিপার্টমেন্ট ব্যাংকিং ও বিমা, শাহজালাল হল, রুম নম্বর ৩৩৬-তে থাকি। ভুলবশত পরিত্যক্ত জানালার দুটি গ্রিল অটোরিকশাযোগে বিক্রির উদ্দেশ্যে শাহজালাল হল থেকে বাইরে নেওয়ার পথে জিরো পয়েন্ট গেটে আটকা পড়ি এবং প্রক্টর মহোদয় উপস্থিত হলে ভবিষ্যতে এ ধরনের কাজ করব না মর্মে অঙ্গীকার করলাম। যদি ভবিষ্যতে করি, পুলিশ প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যে ব্যবস্থা নেবে, তা আমি স্বচ্ছন্দে মেনে নেব।’
এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জুয়েল বলেন, ‘গ্রিল দুটি অনেক পুরোনো। এগুলো কোনো কাজে আসবে না ভেবে বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলাম। কিন্তু পরবর্তী সময়ে বিষয়টি অনেক বড় হয়ে যায়।’
চবি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জয়নাল আবেদীন বলেন, ‘এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিক্রি করতে নিয়ে যাচ্ছিলেন। আমাদের উপস্থিতিতে মুচলেকা দেওয়ায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. অহিদুল আলম আজকের পত্রিকাকে বলেন, ‘একজন শিক্ষার্থী শাহজালাল হল থেকে জানালার গ্রিল বাইরে বিক্রি করতে নিয়ে যাচ্ছিল। তবে নিরাপত্তারক্ষীরা তাকে আটক করে আমাদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে যাই। পরিত্যক্ত হোক আর যা-ই হোক, একজন শিক্ষার্থী কখনো বিশ্ববিদ্যালয়ের সম্পদ বাইরে নিয়ে যেতে পারে না। ভুল স্বীকার করে অঙ্গীকার করলে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’
মানিকগঞ্জের মুলজানে আবাসিক এলাকা থেকে পৌরসভার ভাগাড় স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় মুলজান এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীরা দ্রুত ভাগাড় স্থানান্তরের দাবি জানায়। এসময় এলাকার নানা বয়সী নারী-পুরুষও তাদের সঙ্গে মানবন্ধনে...
১২ মিনিট আগেগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ পেশাদার সাংবাদিক ফোরাম (বিপিজেএফ)। আজ সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
১৯ মিনিট আগেআগামী এক সপ্তাহের মধ্যে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাশের ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে এক্স-ফোর্সেস অ্যাসোসিয়েশন। সংগঠনটি হুঁশিয়ারি দিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে তারিখ ঘোষণা না হলে তারা কঠোর কর্মসূচিতে যাবে।
৩৫ মিনিট আগেযশোরের মনিরামপুরে চোর ধরতে গিয়ে চোরের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোরের দিকে উপজেলার মনিরামপুর-খেদাপাড়া সড়কে স্থানীয় পুলিশ ফাঁড়ির অদূরে এ ঘটনা ঘটে। এসময় দুই পুলিশকে আহত করে গরুসহ পিকআপ নিয়ে পালিয়ে যায় চোরের দল। পরে পুলিশের অন্য সদস্যরা যশোর-চুকনগর সড়কের কেশবপুর অঞ্চল থেকে চোরাই...
১ ঘণ্টা আগে