মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রদল নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরসরাই থানার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে এ হামলা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা ছাত্রদলের নেতারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে ফেরার পথে প্রতিপক্ষ হামলা চালায়। এতে পাঁচ নেতা-কর্মী আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার (৩০), মিরসরাই কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল নোমান (২৬) ও পৌরসভা ছাত্রদল নেতা সিয়াম। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু অভিযোগ করেন, নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা এ হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ‘মিরসরাই পৌর সদরে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আমরা তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। যদি তখনই ব্যবস্থা না নিতাম, আরও বড় ধরনের সংঘাত ঘটতে পারত।’
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, ক্যাম্পাসে যাঁদের ছাত্রত্ব রয়েছে, তাঁদের নিয়েই মিরসরাই কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে নেতা-কর্মীদের ওপর এমন হামলা দুঃখজনক। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো সংঘাত ঘটেনি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিপক্ষের হামলায় উপজেলা ছাত্রদল নেতাসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মিরসরাই থানার পশ্চিম পাশে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে এ হামলা হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মিরসরাই কলেজ ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে উপজেলা ছাত্রদলের নেতারা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন শেষে ফেরার পথে প্রতিপক্ষ হামলা চালায়। এতে পাঁচ নেতা-কর্মী আহত হন।
আহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এমরান আনোয়ার (৩০), মিরসরাই কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুল্লাহ আল নোমান (২৬) ও পৌরসভা ছাত্রদল নেতা সিয়াম। অন্যদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক তরিকুর রহমান বাবু অভিযোগ করেন, নুরুল আমিন চেয়ারম্যানের অনুসারীরা এ হামলা চালিয়েছেন।
উপজেলা ছাত্রদল নেতা নাঈম সরকার বলেন, ‘মিরসরাই পৌর সদরে শিক্ষার্থী ও বহিরাগতদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। আমরা তাৎক্ষণিক প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। যদি তখনই ব্যবস্থা না নিতাম, আরও বড় ধরনের সংঘাত ঘটতে পারত।’
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল বলেন, ক্যাম্পাসে যাঁদের ছাত্রত্ব রয়েছে, তাঁদের নিয়েই মিরসরাই কলেজ ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি শেষে ফেরার পথে নেতা-কর্মীদের ওপর এমন হামলা দুঃখজনক। বিষয়টি সাংগঠনিকভাবে খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগের বিষয়ে জানতে নুরুল আমিন চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বড় ধরনের কোনো সংঘাত ঘটেনি। এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
খোকসায় ক্লাস-পরীক্ষা চলাকালে স্কুলের মাঠে ভূরিভোজের আয়োজন করেছেন বিএনপির নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার উপজেলার জানিপুর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে।
১১ মিনিট আগেদেশের চলমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে গত সাত দিনে ১৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী, ডাকাত, অবৈধ অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, চোরাকারবারি, অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ব্যক্তি এবং মাদকাসক্তরা রয়েছেন।
১ ঘণ্টা আগেসোনাগাজী মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফী (১৯) হত্যা মামলার তদন্ত কর্মকর্তা (বর্তমান ফরিদগঞ্জ থানার ওসি) শাহ আলমের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের স্বজনেরা। গতকাল বুধবার ফরিদগঞ্জ থানার মোড় এলাকায় এই মানববন্ধন হয়। এর আগে ওই স্বজনেরা ফেনী থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে আসেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফের বাহারছড়ায় অস্ত্র ঠেকিয়ে পাহাড়ের পাশের কৃষিজমি থেকে দুই কৃষকসহ তিনজনকে অপহরণের অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাহারছড়ার চৌকিদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।
১ ঘণ্টা আগে