চট্টগ্রাম প্রতিনিধি
বান্দরবানে আবারও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরণে গুরুতর আহত হলে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন।
নিহত সেনাসদস্যের নাম তুজাম হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলে অভিযোগ পান রুমা সেনা জোনের সদস্যরা। ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালের দিকে সেখানে অভিযান চালান তাঁরা। দলটি কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে এ সময় তাঁদের পুঁতে রাখা আইইডি মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাসদস্য তুজাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়ায় এ ঘটনা ঘটে। কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সেনাসদস্য তুজাম হোসেন আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এর আগে ২৩ মে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হন এবং দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক আহত হন।
বান্দরবানে আবারও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরণে গুরুতর আহত হলে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন।
নিহত সেনাসদস্যের নাম তুজাম হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলে অভিযোগ পান রুমা সেনা জোনের সদস্যরা। ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালের দিকে সেখানে অভিযান চালান তাঁরা। দলটি কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে এ সময় তাঁদের পুঁতে রাখা আইইডি মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাসদস্য তুজাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়ায় এ ঘটনা ঘটে। কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সেনাসদস্য তুজাম হোসেন আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’
এর আগে ২৩ মে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হন এবং দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক আহত হন।
প্রাধান্যপ্রাপ্ত বিষয়গুলো উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য খাত থাকবে আমার অগ্রাধিকারে। বিশেষ করে, পরিবেশ ও পর্যটনে বাড়তি নজর দেব। সিলেট হচ্ছে আমাদের প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যাকে প্রকৃতির মতোই রাখতে হবে।
১৮ মিনিট আগেস্বাস্থ্য খাতে সংস্কারের দাবিতে আন্দোলন করা শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগে নাম উল্লেখ করা ৪২ জনের মধ্যে ৪১ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের বিভিন্ন স্তরের কর্মচারী। অপরজন হাসপাতাল এলাকার একটি ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী।
২৫ মিনিট আগেরাজবাড়ীর বালিয়াকান্দি বাজারের দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বালিয়াকান্দি বাজার ও আশপাশে এলাকায় সিগারেটের বিজ্ঞাপন প্রদর্শনের দায়ে বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ অনুযায়ী দুজন ব্যবসায়ীকে এক হাজার টাকা করে দুই হাজার টাকা
২৭ মিনিট আগেশ্রমিকেরা আজ মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় পাশের ইউরো জিনস নামের অন্য একটি পোশাক কারখানায় গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নিতে বলেন। কিন্তু কারখানাটির শ্রমিকেরা বিক্ষোভে অংশ নিতে রাজি না হলে দুই কারখানার শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্
৩৬ মিনিট আগে