Ajker Patrika

মদ খেয়ে সড়কে মাতলামি, যুবকের কারাদণ্ড

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২০ জুন ২০২৪, ১৯: ২৭
মদ খেয়ে সড়কে মাতলামি, যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের সীতাকুণ্ডে মদ পান করে প্রকাশ্য মাতলামি করায় এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁকে ২০০ টাকা জরিমানাও করা হয়। 

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার পৌর সদরের মন্দির সড়কসংলগ্ন রেললাইন এলাকায় এ অভিযান চালানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি আজকের পত্রিকাকে জানান, অ্যালকোহল পান করে নেশাগ্রস্ত ওই যুবক মো. ইকবাল হোসেন (৩০) মাতলামিসহ জনসাধারণের অশোভন আচরণ করছেন। এমন খবর পেয়ে মন্দির সড়কের রেললাইন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানকালে ওই যুবককে ২০০ টাকা জরিমানার পাশাপাশি এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) রাজিব চন্দ্র পোদ্দার জানান, নেশাগ্রস্ত ওই যুবককে এক মাসের কারাদণ্ড দেওয়ার পর তাঁকে সীতাকুণ্ড থানায় সোপর্দ করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাঁকে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত