কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আজ সোমবার থানায় মামলা হয়েছে। এই ঘটনায় এক অটোচালককে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ও মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ধর্ষণের বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা নিতে চান্দিনা থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অটোচালক ছাড়াও ধর্ষণ মামলার অন্য আসামিরা হলেন মহিচাইল ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির সভাপতি মো. রুবেল ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরেকজনকে।
মামলা থেকে জানা গেছে, চান্দিনার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী গত শনিবার মায়ের নেওয়া ঋণের কিস্তির টাকা দিয়ে গ্রেপ্তার কিশোরের অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় মহিচাইল সিংহবাড়ি এলাকা অতিক্রম করার পর মহিচাইল গ্রামের ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক ইউসুফসহ তিনজন অটোরিকশায় উঠে ছাত্রীর চোখ বেঁধে তুলাপুকুরিয়া এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে একটি ঘরে নিয়ে হাত, পা ও চোখ বেঁধে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
মাদ্রাসাছাত্রী বলে, ‘আমার চোখ বেঁধে রাখায় কয়জন ধর্ষণ করেছে বলতে পারছি না। তবে শুরু থেকে তারা চারজন ছিল। ধর্ষণের পর রাস্তায় নিয়ে চোখ খুলে আমাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে আমার পরিবারকে বিষয়টি জানাই।’
ছাত্রীর মা বলেন, ‘গত শনিবার ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার লোকজন আমাদের বাধ্য করার চেষ্টা করছিল। এই ঘটনায় গতকাল রোববার বিকেলে সালিস বসে। ওই সালিসে টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করতে চাইলে আমরা অস্বীকৃতি জানাই। পরে আজ সোমবার আমরা থানায় লিখিত অভিযোগ দিই।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আজ সকালে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে এক অটোচালককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তিনজনের নামে ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে থানায় ধর্ষণের মামলা হয়েছে।
কুমিল্লার চান্দিনায় মাদ্রাসাছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি, সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে আজ সোমবার থানায় মামলা হয়েছে। এই ঘটনায় এক অটোচালককে (১৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ও মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান জানান, ধর্ষণের বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা নিতে চান্দিনা থানা-পুলিশকে নির্দেশ দেওয়া হয়। পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার অটোচালক ছাড়াও ধর্ষণ মামলার অন্য আসামিরা হলেন মহিচাইল ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির সভাপতি মো. রুবেল ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরেকজনকে।
মামলা থেকে জানা গেছে, চান্দিনার একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির এক ছাত্রী গত শনিবার মায়ের নেওয়া ঋণের কিস্তির টাকা দিয়ে গ্রেপ্তার কিশোরের অটোরিকশায় করে বাড়ি ফিরছিল। এ সময় মহিচাইল সিংহবাড়ি এলাকা অতিক্রম করার পর মহিচাইল গ্রামের ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রুবেল, সাধারণ সম্পাদক ইউসুফসহ তিনজন অটোরিকশায় উঠে ছাত্রীর চোখ বেঁধে তুলাপুকুরিয়া এলাকার নির্জন স্থানে নিয়ে যান। সেখানে একটি ঘরে নিয়ে হাত, পা ও চোখ বেঁধে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়।
মাদ্রাসাছাত্রী বলে, ‘আমার চোখ বেঁধে রাখায় কয়জন ধর্ষণ করেছে বলতে পারছি না। তবে শুরু থেকে তারা চারজন ছিল। ধর্ষণের পর রাস্তায় নিয়ে চোখ খুলে আমাকে ছেড়ে দেয়। বাড়িতে এসে আমার পরিবারকে বিষয়টি জানাই।’
ছাত্রীর মা বলেন, ‘গত শনিবার ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে এলাকার লোকজন আমাদের বাধ্য করার চেষ্টা করছিল। এই ঘটনায় গতকাল রোববার বিকেলে সালিস বসে। ওই সালিসে টাকার বিনিময়ে ঘটনাটি রফাদফা করতে চাইলে আমরা অস্বীকৃতি জানাই। পরে আজ সোমবার আমরা থানায় লিখিত অভিযোগ দিই।’
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খান জানান, আজ সকালে অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ছাত্রীকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে এক অটোচালককে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় তিনজনের নামে ও অজ্ঞাতনামা একজনকে আসামি করে থানায় ধর্ষণের মামলা হয়েছে।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৫ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে