মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মেলখুম ট্রেইল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত শিক্ষার্থীরা হলেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২। উভয়েই ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আর আহত শিক্ষার্থীরা হলেন মো. সায়েম, রায়হান ও মিরাজ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে ঘুরতে যান মেলখুম ট্রেইলে। পথে স্থানীয় দুই পর্যটক তাঁদের সঙ্গে যুক্ত হন। তবে রাত থেকে তাঁরা নিখোঁজ হন।
খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। বেলা আড়াইটার দিকে দুজনকে মৃত ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহত মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা। বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আরফান গালিব ও ইব্রাহিম হৃদয় স্রোতে তলিয়ে যায়।
‘আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে আজ সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজের পর আজ বেলা আড়াইটার দিকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ জোরারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, ‘আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, সায়েম নামের তিনজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসেন। তাঁরা এখন পুরোপুরি সুস্থ আছেন।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মেলখুম ট্রেইলে বেড়াতে আসা দুই শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গতকাল সকালে কক্সবাজার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী ভেসে যান। এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
চট্টগ্রামের মিরসরাইয়ে মেলখুম ট্রেইলে ঘুরতে গিয়ে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আরও তিনজন আহত হয়েছেন। আজ বুধবার উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় মেলখুম ট্রেইল থেকে ওই দুজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
মৃত শিক্ষার্থীরা হলেন সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের নাপিতের চর গ্রামের আরফান গালিব (২০) ও ঢাকার যাত্রাবাড়ীর ধুনয়ালাপাড়া এলাকার ইব্রাহিম হৃদয় (২২। উভয়েই ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। আর আহত শিক্ষার্থীরা হলেন মো. সায়েম, রায়হান ও মিরাজ।
জানা গেছে, গতকাল মঙ্গলবার সকালে ফেনী থেকে তিন বন্ধু মিলে ঘুরতে যান মেলখুম ট্রেইলে। পথে স্থানীয় দুই পর্যটক তাঁদের সঙ্গে যুক্ত হন। তবে রাত থেকে তাঁরা নিখোঁজ হন।
খবর পেয়ে আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযানে নামেন। বেলা আড়াইটার দিকে দুজনকে মৃত ও তিনজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়।
আহত মো. সায়েম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল বেলা ১১টায় ফেনী থেকে মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকার মেলখুম ট্রেইলে বেড়াতে যাই আমরা। বিকেলের দিকে ট্রেইল এলাকায় ভারী বৃষ্টি হলে আমাদের সঙ্গে থাকা আরফান গালিব ও ইব্রাহিম হৃদয় স্রোতে তলিয়ে যায়।
‘আমরা তিনজনও পথ হারিয়ে বিচ্ছিন্নভাবে সারা রাত কাটাই ওখানকার পাহাড়ি এলাকায়। পরে আজ সকালে আমাদের পরিচিত কিছু বন্ধু ফায়ার সার্ভিস সদস্যদের নিয়ে আমাদের উদ্ধার করে।’
বারইয়ারহাট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস বলেন, ‘সোনাপাহাড় মেলখুম ট্রেইলে পাঁচ পর্যটক নিখোঁজের পর আজ বেলা আড়াইটার দিকে গালিব ও হৃদয়ের মরদেহ উদ্ধার করি। আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ জোরারগঞ্জ থানা-পুলিশের কাছে হস্তান্তর হয়েছে।’
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আর্য রাজ দত্ত বলেন, ‘আমাদের হাসপাতালে আহত অবস্থায় মিরাজ, রায়হান, সায়েম নামের তিনজনকে স্থানীয় বাসিন্দারা নিয়ে আসেন। তাঁরা এখন পুরোপুরি সুস্থ আছেন।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম বলেন, মেলখুম ট্রেইলে বেড়াতে আসা দুই শিক্ষার্থীর মরদেহ থানায় আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
উল্লেখ্য, গতকাল সকালে কক্সবাজার হিমছড়ি সমুদ্রসৈকতে গোসল করতে নেমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) তিন শিক্ষার্থী ভেসে যান। এর মধ্যে দুজনের মরদেহ উদ্ধার হলেও এখনো একজন নিখোঁজ রয়েছেন।
বগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৪ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১২ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
৪২ মিনিট আগেপিরোজপুরের নেছারাবাদ উপজেলায় মোসা. আইমিন (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের দক্ষিণ বিন্না গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আইমিন একই গ্রামের ফাইজুল হক ও আখতারুননাহারের মেয়ে। তিনি মো. রাজু মাঝির স্ত্রী।
১ ঘণ্টা আগে