সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী তরুণী একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। সীতাকুণ্ড থানার পুলিশ বেলা ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণী, তাঁর ছোট ভাই ও এক ছেলেবন্ধুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী জানান, তিনি দুপুরে তাঁর ছোট ভাই ও এক ছেলেবন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে যান। একপর্যায়ে চার যুবক তাঁদের জিম্মি করে উপকূলের ঝাউবাগানে নিয়ে যান। সেখানে ছেলেটিকে মারধর করে ঝাউগাছের সঙ্গে বেঁধে রেখে তাঁকে চারজন ধর্ষণ করেন। এ সময় ছোট ভাই দৌড়ে গিয়ে সৈকতে থাকা লোকজনের কাছে সহযোগিতা চায়। তখন তাঁরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
ওই কলেজছাত্রী বলেন, ‘ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পেতে অনেক আকুতি-মিনতি করেছি। তাদের পায়েও ধরেছি। কিন্তু তারপরও তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি।’
স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করেছি। তাঁর চোখেমুখে ছিল ভয়ের ছাপ। তিনি গণধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের জানিয়েছেন।’
এদিকে দিনদুপুরে সমুদ্রসৈকতে ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জানান, গুলিয়াখালী সমুদ্রসৈকতে পর্যটক ও দর্শনার্থীর ব্যাপক সমাগম ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। সৈকতে আসা পর্যটকেরা কিশোর গ্যাং, বখাটে ও সন্ত্রাসীদের হাতে হয়রানির শিকার হন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণী, তাঁর ভাই ও বন্ধুকে উদ্ধার করেছে। তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জড়িতদের নাম-পরিচয় সংগ্রহ করেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্রসৈকতে বেড়াতে গিয়ে এক কলেজছাত্রী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ শনিবার বেলা দেড়টার দিকে গুলিয়াখালী সৈকতে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী।
ভুক্তভোগী তরুণী একটি কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী। সীতাকুণ্ড থানার পুলিশ বেলা ৩টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই তরুণী, তাঁর ছোট ভাই ও এক ছেলেবন্ধুকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগী জানান, তিনি দুপুরে তাঁর ছোট ভাই ও এক ছেলেবন্ধুর সঙ্গে সৈকতে ঘুরতে যান। একপর্যায়ে চার যুবক তাঁদের জিম্মি করে উপকূলের ঝাউবাগানে নিয়ে যান। সেখানে ছেলেটিকে মারধর করে ঝাউগাছের সঙ্গে বেঁধে রেখে তাঁকে চারজন ধর্ষণ করেন। এ সময় ছোট ভাই দৌড়ে গিয়ে সৈকতে থাকা লোকজনের কাছে সহযোগিতা চায়। তখন তাঁরা ছুটে এলে অভিযুক্তরা পালিয়ে যান।
ওই কলেজছাত্রী বলেন, ‘ধর্ষণকারীদের হাত থেকে রেহাই পেতে অনেক আকুতি-মিনতি করেছি। তাদের পায়েও ধরেছি। কিন্তু তারপরও তাদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারিনি।’
স্থানীয় বাসিন্দা মুন্না বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ওই তরুণীকে উদ্ধার করেছি। তাঁর চোখেমুখে ছিল ভয়ের ছাপ। তিনি গণধর্ষণের শিকার হয়েছেন বলে আমাদের জানিয়েছেন।’
এদিকে দিনদুপুরে সমুদ্রসৈকতে ধর্ষণের ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাঁরা জানান, গুলিয়াখালী সমুদ্রসৈকতে পর্যটক ও দর্শনার্থীর ব্যাপক সমাগম ঘটলেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেই। সৈকতে আসা পর্যটকেরা কিশোর গ্যাং, বখাটে ও সন্ত্রাসীদের হাতে হয়রানির শিকার হন।
এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তরুণী, তাঁর ভাই ও বন্ধুকে উদ্ধার করেছে। তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হবে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে জড়িতদের নাম-পরিচয় সংগ্রহ করেছে। তাঁদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৫ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৫ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৫ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৭ ঘণ্টা আগে