নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের ফটিকছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবনের কাজ চার বছরেও শেষ হয়নি। নির্মাণকাজ থমকে আছে দ্বিতীয় তলার ছাদ না দিতেই। ফলে শতবর্ষী পুরোনো ভবনের জরাজীর্ণ অবকাঠামোয় ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় থাকছেন অভিভাবকেরা।
উপজেলার পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে রোববার (১৩ জুলাই) দেখা যায়, পুরোনো ভবনের পিলার ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও রডও বেরিয়ে আছে। শ্রেণিকক্ষে ফাটল ধরেছে। শিক্ষকেরা বলছেন, বৃষ্টির সময় ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম বলে, ‘আমাদের ক্লাস করতে ভয় লাগে, তা-ও করি। বৃষ্টির সময় তো আসতেই পারি না।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তার শিল্পী বলেন, ‘ঠিকাদার শুরু থেকেই বিরতি দিয়ে কাজ করেছে। বারবার অনুরোধ করলেও কাজ শেষ করছে না। আমরা ইউএনও, উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি।’
২০২০-২১ অর্থবছরে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ পায় মেসার্স মনির আহমদ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ মাঝপথে রেখেই গা-ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি একাধিকবার উপজেলা সমন্বয় সভায় তুলেছি। কিন্তু ঠিকাদার সময় নিয়েও কাজ শেষ করছে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান টিটু বলেন, ‘এটা পুরোনো প্রকল্প। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করব।’
এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েও কাজ শেষ করানো যাচ্ছে না। আমরা তার কাজ বাতিলের সুপারিশ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আগে জানা ছিল না। প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের ফটিকছড়িতে কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি বিদ্যালয় ভবনের কাজ চার বছরেও শেষ হয়নি। নির্মাণকাজ থমকে আছে দ্বিতীয় তলার ছাদ না দিতেই। ফলে শতবর্ষী পুরোনো ভবনের জরাজীর্ণ অবকাঠামোয় ঝুঁকি নিয়ে পাঠদান চালিয়ে যেতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। এতে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরা, উৎকণ্ঠায় থাকছেন অভিভাবকেরা।
উপজেলার পশ্চিম হাইদচকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে রোববার (১৩ জুলাই) দেখা যায়, পুরোনো ভবনের পিলার ও দেয়াল থেকে পলেস্তারা খসে পড়ছে। কোথাও কোথাও রডও বেরিয়ে আছে। শ্রেণিকক্ষে ফাটল ধরেছে। শিক্ষকেরা বলছেন, বৃষ্টির সময় ক্লাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে।
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী বিবি মরিয়ম বলে, ‘আমাদের ক্লাস করতে ভয় লাগে, তা-ও করি। বৃষ্টির সময় তো আসতেই পারি না।’
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাহিদা আক্তার শিল্পী বলেন, ‘ঠিকাদার শুরু থেকেই বিরতি দিয়ে কাজ করেছে। বারবার অনুরোধ করলেও কাজ শেষ করছে না। আমরা ইউএনও, উপজেলা প্রকৌশলী ও শিক্ষা কর্মকর্তাকেও জানিয়েছি।’
২০২০-২১ অর্থবছরে প্রায় ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ভবন নির্মাণের কাজ পায় মেসার্স মনির আহমদ কনস্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজ মাঝপথে রেখেই গা-ঢাকা দিয়েছে প্রতিষ্ঠানটি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন বলেন, ‘বিষয়টি একাধিকবার উপজেলা সমন্বয় সভায় তুলেছি। কিন্তু ঠিকাদার সময় নিয়েও কাজ শেষ করছে না।’
ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক আসাদুজ্জামান টিটু বলেন, ‘এটা পুরোনো প্রকল্প। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করব।’
এলজিইডির উপসহকারী প্রকৌশলী আব্দুস সালাম বলেন, ‘ঠিকাদারকে বারবার তাগাদা দিয়েও কাজ শেষ করানো যাচ্ছে না। আমরা তার কাজ বাতিলের সুপারিশ করেছি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, ‘বিষয়টি আগে জানা ছিল না। প্রকৌশলীর সঙ্গে কথা বলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩৫ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে