Ajker Patrika

‘ভোট দিতে মানুষের অনীহা’, তাই সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রিন্টু

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
‘ভোট দিতে মানুষের অনীহা’, তাই সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী রিন্টু

দ্বাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনের বাঁশি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার নির্বাচন প্রত্যাখ্যান করে ভোটের মাঠ থেকে সরে দাঁড়িয়েছেন। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজ্ঞপ্তিতে নির্বাচন প্রত্যাখ্যানের বিষয়ে রিন্টু আনোয়ার বলেছেন, ‘আমি বিগত ১০–১২ দিন দাগনভূঞা-সোনাগাজী নির্বাচনী এলাকার বহু স্থানে ভোটার, সুশীল সমাজ, সাংবাদিক এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও গণসংযোগ করেছি। এতে আমার কাছে মনে হয়েছে, স্থানীয় জনগণ এখানে গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি পুরোপুরি আস্থা হারিয়ে ফেলছে। নির্বাচন ব্যবস্থাপনার প্রতিও তাঁদের কোনো বিশ্বাস নেই। ‘আমার ভোটের কোনো মূল্য নেই’–এমন ভাবনা তাদের মনের মধ্যে আসন করে নিয়েছে।’ 

বিজ্ঞপ্তি আরও বলা হয়, ‘এটি গণতন্ত্রের জন্য অশনিসংকেত। আমি গণসংযোগে মানুষকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছি। কিন্তু মানুষ ভোট দিতে যাওয়ার জন্য রাজি নয়। তারা বলছে ভোট দিয়ে কি হবে? এমপিতো নির্ধারণ হয়েই আছে। শুধু ঘোষণা বাকি।’ 

এতে আরও বলা হয়, ‘এমতাবস্থায় সাধারণ ভোটারদের মনোভাবের প্রতি শ্রদ্ধা জানিয়ে, জানমালের নিরাপত্তার স্বার্থে আমি রিন্টু আনোয়ার এই সংসদ নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নিলাম। অর্থাৎ আমি এই তথাকথিত ‘‘ডামি’’ নির্বাচন অংশ নিচ্ছি না।’ 

এ বিষয়ে জানতে চাইলে ফেনী জেলার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী রিন্টু আনোয়ার আজকের পত্রিকাকে বলেন, মানুষের কাছে ভোট চাইতে গেলে তাঁরা কেন্দ্রে যেতে ইচ্ছুক নেই এমন মন্তব্য করছেন। এ ছাড়া সুষ্ঠু নির্বাচন হওয়ার মোটেও সম্ভাবনা নেই। তাই তিনি সরে দাঁড়িয়েছেন। 

রিন্টু আনোয়ারের নির্বাচন থেকে সরে দাঁড়ানো ও অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা রিটার্নিং কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী এখানে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করার লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে, নিঃসন্দেহে নির্বাচন সুষ্ঠু হবে। তারপরও কেউ নির্বাচন থেকে সরে দাঁড়ালে আমাদের করণীয় কিছু নেই।’ 

উল্লেখ্য, ফেনী-৩ আসনে জাতীয় পার্টির মাসুদ উদ্দিন চৌধুরী (লাঙল), স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ (ঈগল), তৃণমূল বিএনপির আজিম উদ্দিন আহমেদ (সোনালী আঁশ), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আবু নাছের (চেয়ার), বাংলাদেশ সুপ্রিম পার্টির তবারক হোসেন (একতারা), বাংলাদেশ ইসলামী ফন্টের নিজাম উদ্দিন (মোমবাতি), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের এবিএম জোবায়ের (ছড়ি), স্বতন্ত্র প্রার্থী ইশতিয়াক আহমেদ (কাঁচি) ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল কাশেম আজাদ (ট্রাক) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত