Ajker Patrika

পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ৩ শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগ, ৩ শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত

পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার সেন্ট স্কলাস্টিকা’স বালিকা বিদ্যালয়ের তিন শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছে। 

আজ রোববার সকালে স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অসীমা স্কলাস্টিকা রিবেরু স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

বরখাস্ত হওয়া শিক্ষকেরা হলেন—রাকিব উদ্দিন, সুরজিৎ পাল ও ওমর ফারুক সিদ্দিক। এর মধ্যে রাকিব উদ্দিন ও সুরজিৎ পালের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় দুজনই গ্রেপ্তার হয়েছিলেন। পরে অবশ্য জামিন বের হন। 

গতকাল শনিবার যৌন নিপীড়নে অভিযুক্ত ওই শিক্ষকদের স্থায়ী বরখাস্তসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করেন অভিভাবকেরা। এ সময় শিক্ষার্থীদের নিরাপত্তা এবং যৌন হয়রানির ঘটনায় প্রতিবাদকারী শিক্ষকদের হয়রানি বন্ধেরও দাবি জানানো হয়। 

অভিভাবকদের গণদাবির মুখে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে লিখিতভাবে জানিয়েছে স্কুল কর্তৃপক্ষ। এর মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে চলা অচলাবস্থার অবসান হলো বলে জানান আন্দোলনরত অভিভাবকদের একজন আলী ইউসুফ। 

আলী ইউসুফ বলেন, ‘গত ২৭ আগস্ট আমরা সকল অভিভাবককে বিদ্যালয়ে উপস্থিত হওয়ার আহ্বান জানালে কর্তৃপক্ষ হঠাৎ করেই বিদ্যালয় বন্ধ ঘোষণা করেন। একই রাতে বিশপের পক্ষ থেকে একটি লিখিত ঘোষণার মাধ্যমে জানানো হয় যে, এই সমস্যা নিরসনের লক্ষ্যে একটি ১৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে এবং নিরসন না হওয়া পর্যন্ত বিদ্যালয় বন্ধ থাকবে। কিন্তু ১৫ জনের সংকট নিরসন কমিটি গঠন করা হলেও তিন কার্যদিবসেও কোনো অফিশিয়াল নোটিশ দিয়ে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেননি। উল্টো প্রতিষ্ঠান বন্ধ রেখে আমাদের সন্তানদের শিক্ষা কার্যক্রমে প্রতিবন্ধকতা তৈরি করল।’ 

এর আগে গত ১০ জুন ওই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে মামলা করা হয় অভিযুক্ত দুই শিক্ষকের বিরুদ্ধে। পরদিন ১১ জুন অভিযুক্ত শিক্ষক রাকিব উদ্দিনকে এবং পরে ২৫ জুন অভিযুক্ত আরেক শিক্ষক সুরজিৎ পালকে গ্রেপ্তার করে পুলিশ। 

সংশ্লিষ্ট অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের তথ্যমতে, আগামী ৩ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানটি খুলে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত