কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের আনোয়ারায় সিগারেটের আগুনে দগ্ধ হয়ে আরিফুল ইসলাম জয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর জয়।
চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ মাহিন (১৭) নামে আরও এক কিশোর। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক পাঁচসিকদার বাড়ি এলাকার শেখ টাওয়ারে রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাস সিলিন্ডারের স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।
জয় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের মোহাম্মদ সোলাইমানের ছেলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জয়। সে উপজেলার বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করত এবং ফুপাতো ভাই সম্পর্কে নুরুল আবছারের এনএ টেলিকমে সহযোগিতা করত।
মোহাম্মদ মাহিন (১৬) বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। সে চাতরী ইউনিয়নের একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকে।
জয়ের মামাতো ভাই নুরুল আবছার বলেন, ‘প্রতিদিনের মতো আমি রোববার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাসের সিলিন্ডার রাখা পাশের দোকানের ভেতর থেকে চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি দোকানের ভেতর থাকা আমার ফুপাতো ভাই জয় আর মাহিন আগুনে পুড়ে গেছে।’
নুরুল আবছার আরও বলেন, ‘রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারগুলোতে কোনো গ্যাস ছিল না। তারা দুজনই স্টোর রুমের মধ্যে সিগারেট খাচ্ছিল। আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় জয়ের। অপরজন চিকিৎসাধীন।’
আজ দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুজনকে দগ্ধ অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে এবং আরেকজন চিকিৎসাধীন।’
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘ঘটনাস্থল ওসি পরিদর্শন করেছেন এবং আমিও ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
চট্টগ্রামের আনোয়ারায় সিগারেটের আগুনে দগ্ধ হয়ে আরিফুল ইসলাম জয় (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কিশোর জয়।
চিকিৎসাধীন রয়েছে মোহাম্মদ মাহিন (১৭) নামে আরও এক কিশোর। গতকাল রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের গুয়াপঞ্চক পাঁচসিকদার বাড়ি এলাকার শেখ টাওয়ারে রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাস সিলিন্ডারের স্টোর রুমে এ অগ্নিকাণ্ড ঘটে।
জয় কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের মোহাম্মদ সোলাইমানের ছেলে। দুই মেয়ে এক ছেলের মধ্যে সবার ছোট জয়। সে উপজেলার বিভিন্ন জায়গায় ইলেকট্রিক্যাল কাজ করত এবং ফুপাতো ভাই সম্পর্কে নুরুল আবছারের এনএ টেলিকমে সহযোগিতা করত।
মোহাম্মদ মাহিন (১৬) বাঁশখালী উপজেলার মোহাম্মদ আলীর ছেলে। সে চাতরী ইউনিয়নের একটি ভাড়াবাসায় পরিবার নিয়ে থাকে।
জয়ের মামাতো ভাই নুরুল আবছার বলেন, ‘প্রতিদিনের মতো আমি রোববার রাতে ব্যবসাপ্রতিষ্ঠানে ছিলাম। রান্নার কাজে ব্যবহৃত খালি গ্যাসের সিলিন্ডার রাখা পাশের দোকানের ভেতর থেকে চিৎকার শুনে ছুটে যাই। গিয়ে দেখি দোকানের ভেতর থাকা আমার ফুপাতো ভাই জয় আর মাহিন আগুনে পুড়ে গেছে।’
নুরুল আবছার আরও বলেন, ‘রান্নার কাজে ব্যবহৃত গ্যাসের সিলিন্ডারগুলোতে কোনো গ্যাস ছিল না। তারা দুজনই স্টোর রুমের মধ্যে সিগারেট খাচ্ছিল। আগুনে দগ্ধ দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে সেখানে মৃত্যু হয় জয়ের। অপরজন চিকিৎসাধীন।’
আজ দুপুরে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল আহমেদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ‘অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছাই। এর আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় দুজনকে দগ্ধ অবস্থায় স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছে এবং আরেকজন চিকিৎসাধীন।’
পুলিশ সুপার কামরুল হাসান বলেন, ‘ঘটনাস্থল ওসি পরিদর্শন করেছেন এবং আমিও ঘটনাস্থলে যাচ্ছি। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।’
দীর্ঘ ১৫ বছর পর নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু। সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান রিপন। গতকাল সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা...
৪ মিনিট আগেময়মনসিংহের তারাকান্দায় ছাত্রদল নেতা হিজবুল আলম জিয়েসের একটি টর্চার সেলের সন্ধান মিলেছে। সেখানে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার প্রতিবাদ করায় মহানগর ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মামুন সরকার হামলার শিকার হন এবং থানায় মামলা করেন।
২৭ মিনিট আগেগাজীপুরে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গতকাল সোমবার রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম তুহিন। গাজীপুর মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) মো. রবিউল হা
৩৫ মিনিট আগেমাদারীপুরের শিবচরে নিখোঁজের ১২ দিন পরে মিজান শেখ (৪৫) নামের এক ভ্যান চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবারর (১২ আগস্ট) ভোরে উপজেলার মাদবরেরচর ইউনিয়নের বাখরেরকান্দি এলাকায় মাটি চাপা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
৩৬ মিনিট আগে